শাহাদাতের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে এক মাত্র টেস্টের আগে প্রস্তুতি পর্বটা ভালো হচ্ছে না জিম্বাবুয়ের। বিসিবি একাদশের বোলিং তোপে ব্যাটসম্যানরা দিশেহারা। দুই দিনের ম্যাচের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত দাপট স্বাগতিকদেরই।
এ রিপোর্ট লেখার সময় ১ম ইনিংসে ৫৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ১৮৩ রান।
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে মঙ্গলবার সকালে টস ভাগ্যটা অবশ্য ছিল জিম্বাবুয়ের পক্ষে। সফরকারীদের শুরুটাও মন্দ ছিল না। প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। দুই ওপেনারের দাপট পেছনে ফেলে সাফল্যের পথ করে দেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহাদাত হোসেন। শুরুতেই এই অফ স্পিনার ৫ রানে ৩ উইকেট তুলে নিয়ে কোণঠাসা করে ফেলেন প্রতিপক্ষকে।
যদিও প্রথম সেশনে বিনা উইকেটে ৯৫ রান তুলে জিম্বাবুয়ে। প্রিন্স মাসভরেকে ৪৫ রানে ফেরান অধিনায়ক আল-আমিন জুনিয়র। ১০৫ রানে ভাঙে প্রথম জুটি। কেভিন কাসুভা ৭০ রানে ফেরেন। রান আউটে কাটা পড়েন তিনি।
তারপর শাহাদাত সাজঘরের পথ দেখান ক্রেইগ আরভিনকে (১০)। ব্রায়ান মুদজিঙ্গানায়ামাকে আউট করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আরেক বোলার শরিফুল ইসলাম। এরপর মাত্র ৩ বলের মধ্যে চাকাভা ও মুতুমবোজিকে এলবিডব্লু করেন শাহাদাত।
স্পিন ঘূর্ণিতে শাহাদত ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে শিকার অধিনায়ক আল-আমিন ও শরিফুল ইসলামের।