বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী- ছবি: বাহফে

চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী- ছবি: বাহফে

বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে তারা জিতে নিয়েছে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা।

বৃহস্পতিবার দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারায় নৌবাহিনী। জিমি-চয়নদের দাপুটে হকির কাছে হার মানে সেনাবাহিনীর খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

নৌবাহিনীর হয়ে ছয়টি গোল করেন যথাক্রমে আশরাফুল ইসলাম (৭ মিনিট), মাহবুব হোসেন (১২), রাসেল মাহমুদ জিমি (৩৩), মইনুল ইসলাম কৌশিক (৩৬) ও আবেদ উদ্দিন (৪৪)। সেনাবাহিনী স্কোরার মনোজ বাবু (১৯ মিনিট), মিলন হোসেন (৪৮) ও নাঈম উদ্দিন (৫৯)।

বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর মইনুল ইসলাম কৌশিক। ৬ গোল নিয়ে শীর্ষ গোলদাতার পুরস্কার পেলেন মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক জনাব এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

এসময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাহফের সহ-সভাপতি জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত, নির্বাহী সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য ফয়সাল আহসানউল্লাহ, জামিল আব্দুন নাসের, এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হোসেন ও বাহফের সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমানসহ অনেকে।