না ফেরার দেশে হ্যান্ডবল গোলরক্ষক সোহান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সোহানুর রহমান সোহান

সোহানুর রহমান সোহান

সবে ২১ এ পা দিয়েছেন। প্রাণ-উচ্ছ্বলতায় জীবনটা উপভোগ করার সময়। সোহানুর রহমান সোহানের দাপিয়ে বেড়ানোর কথা দেশ বিদেশের ক্রীড়াঙ্গন। কিন্তু নাহ! সড়ক দুর্ঘটনা তেমনটা আর হতে দিল না। মৃত্যুদূত এসে কেড়ে নিল জাতীয় হ্যান্ডবল দলের এ গোলরক্ষকের জীবন। ২১ বছর বয়সে অমর একুশে ফেব্রুয়ারিতেই সোহান বিদায় নিলেন পৃথিবী থেকে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন সোহানের এক বন্ধুও। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ সেন্টার মোড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহান উপজেলার ফিলিপনগরের কালু মিস্ত্রির ছেলে এবং তার বন্ধু হৃদয় হোসেন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর বাহিরমাদি এলাকার সাইদুল ইসলামের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, দুপুরের দিকে দৌলতপুরে মোটরসাইকেলের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে সোহান ঘটনাস্থলে মারা যান। পরে তার বন্ধুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকায় রেফার্ড করলে পথেই মারা যান।

বিজ্ঞাপন

গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত এসএ (সাউথ এশিয়ান) গেমসে অংশ নেন সোহান।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সোহানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।