বিসিএল ফাইনালে খেলছেন টেস্টে বাদ পড়া মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিসিএলের ফাইনালে দক্ষিণাঞ্চলের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ

বিসিএলের ফাইনালে দক্ষিণাঞ্চলের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ

ফর্মে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার। তাই বলে মাঠের বাইরে চলে যাননি। শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া বিসিএলের ফাইনালে খেলছেন রিয়াদ।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়লেও সাদা বলের সীমিত ওভারের সিরিজের জন্য নির্বাচকদের পরিকল্পনায় ঠিকই আছেন মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামবে মুমিনুল হকের বাংলাদেশ। একই দিন শুরু বিসিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণাঞ্চলের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। তার দলের হয়ে খেলবেন আল-আমিন হোসেনও। আর রুবেল হোসেন খেলবেন পূর্বাঞ্চলের হয়ে ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের ফাইনালে বিসিবি দক্ষিণাঞ্চলকে মোকাবেলা করবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। আসরের অন্যান্য ম্যাচ চার দিনে হলেও ফাইনাল হবে পাঁচ দিনে।

বিজ্ঞাপন

ফাইনালের স্কোয়াড:

বিসিবি দক্ষিণাঞ্চল: আব্দুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, আল আমিন জুনিয়র, এনামুল হক, ফজলে মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান, মেহেদি হাসান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাসুম আহমেদ ও তাসামুল হক।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: মোহাম্মদ আশরাফুল, পিনাক ঘোষ, তানজিদ হাসান, ইমরুল কায়েস, নাসির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, মাহমুদুল হাসান লিমন, অমিত হাসান, নাজমুল ইসলাম অপু, রুয়েল মিয়া, হাসান মাহমুদ, রুবেল হোসেন, সাকলাইন সজিব ও রনি চৌধুরি।