মোহামেডানের সঙ্গে জয় পেল পুলিশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। ঢাকার ঐতিহ্যবাহী দলটি ২-১ গোলে হারিয়ে দিয়েছে শেখ রাসেলকে।
মোহামেডানকে গোল এনে দেন সোলেমানে দিয়াবেত (৬ষ্ঠ মিনিট) ও সাহেদ হোসেন (৮৬তম মিনিট)। রাসেলের হয়ে একটি গোল শোধ করেন পেদ্রো হেনরিক অলিভেইরা (৪২তম মিনিট)।
প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে জেতার পর সাইফ স্পোর্টিংয়ের কাছে ধরাশায়ী হয়েছিল মোহামেডান।
ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের সঙ্গে প্রথম দুই ম্যাচ ড্র করার পর এবার তৃতীয় ম্যাচেও হার মানল শেখ রাসেল।
অন্য দিকে বিপিএলে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ পুলিশ। লিগের এ নবাগত দলটি ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। পুলিশের হয়ে গোল দুটি করেন সিডনি রিভেরা (৩০তম মিনিট) ও অ্যান্তোনিও লাসকোভ (৩৫তম মিনিট)। বারিধারাকে একমাত্র গোল উপহার দেন আরিফ হোসেন (৪৬তম মিনিট)।
ঢাকা আবাহনীর কাছে হারের পর বসুন্ধরা কিংসের সঙ্গে ড্র করেছিল পুলিশ। এনিয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই হার দেখল বারিধারা। প্রথম ম্যাচে তাদেরকে হারের তেতো স্বাদ উপহার দেয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।