সুখবর মুশফিক-মুমিনুল-নাঈমের
ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়েছিলেন ব্যাটসম্যানরা। ডাবল সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। শতরান এসেছে অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে। আর বল হাতে স্পিনের যাদুতে সেরা ছিলেন নাঈম হাসান। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন এই তিন টাইগার ক্রিকেটার।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে মুশফিক পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন বিশ নম্বরে। ২০৩ রানের অপরাজিত ইনিংসই এগিয়ে দিয়েছে তাকে। যদিও টেস্টে নিজের সেরা র্যাঙ্কিংয়ের দেখা পাননি মুশি। ১৮তম স্থানে উঠেছিলেন ২০১৮ সালের নভেম্বরে।
উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। শতরানের ইনিংস খেলে এগিয়েছেন পাঁচ ধাপ। ৩৯তম স্থানে টাইগারদের টেস্ট অধিনায়ক। মিরপুরে ৭১ রানের ইনিংস খেলে নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে এখন ১০৪তম স্থানে।
একইভাবে বল হাতে উন্নতি হয়েছে নাঈম হাসানের। টেস্টে নিয়েছেন ৯ উইকেট। তিনি আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন। এই অফ স্পিনার র্যাঙ্কিংয়ে আছেন ৩৮তম স্থানে। পেসার আবু জায়েদ চৌধুরি রাহি ১১ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে।