শাহজাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিষেধাজ্ঞার খড়গ থেকে বাঁচলেন মোহাম্মদ শাহজাদ, ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞার খড়গ থেকে বাঁচলেন মোহাম্মদ শাহজাদ, ছবি: সংগৃহীত

অনুমতি না নিয়ে পাকিস্তানের পেশোয়ার সফরে গিয়ে ছিলেন মোহাম্মদ শাহজাদ। এ অপরাধে সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে ছিলেন এ আফগান তারকা ক্রিকেটার। তবে এখন আর শাস্তিটা বলবৎ নেই। কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শাহজাদের নিষেধাজ্ঞা শাস্তিটা প্রত্যাহার করে নিয়েছে।

নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ছিলেন শাহজাদ। তাতেই কাজে দিয়েছে। এক টুইট বার্তায় খবরটা নিশ্চিত করে এসিবি জানিয়েছে, ‘ক্ষমা চেয়ে শাহজাদের আপিল চেয়ারম্যান ইউসুফ জাই মঞ্জুর করার পর এসিবির শৃঙ্খলা কমিটি উইকেটকিপার-ব্যাটসম্যান শাহজাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।’

বিজ্ঞাপন

খেলাধুলার নিষেধাজ্ঞা উঠে গেলেও কেন্দ্রীয় চুক্তিতে তার নিষেধাজ্ঞাটা বহাল থাকছে। এনিয়ে এসিবি জানিয়েছে, ‘শাহজাদের চুক্তির নিষেধাজ্ঞা ২০২০ সালের আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।’

আচরণ বিধি ভাঙার দায়ে ২০১৯ সালের আগস্টে নিষিদ্ধ হয়ে ছিলেন এ তারকা আফগান ব্যাটসম্যান।

বিজ্ঞাপন