তিন বছর পর কোমা থেকে জাগলেন নুরি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আবদেলহাক নুরি, ছবি: সংগৃহীত

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আবদেলহাক নুরি, ছবি: সংগৃহীত

জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমে ছিলেন আয়াক্সের আবদেলহাক নুরি। মাঠের লড়াইটা ঠিকঠাকভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ম্যাচের আনন্দঘন পরিস্থিতি ঢেকে যায় অজানা আশঙ্কার কালো মেঘে। ম্যাচের মাঝে অবচেতন হয়ে পড়েন এই ডাচ ফুটবলার।

চিকিৎসকরা তার বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু প্রায় ৩৩ মাস পর জ্ঞান ফিরেছে আবদেলহাক নুরির। প্রায় তিন বছর পর চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সুখবরটা দিয়েছেন তার বড় ভাই আবদেররাহিম নুরি, ‘ও এখন ঘরেই আছে। হাসপাতালের চেয়ে বাসায় সে ভালো আছে। ও ঘুমায়, হাঁচি দেয়, ঢেঁকুর তোলে, খাবার খায়, ফুটবল খেলা দেখে। ভ্রু কুঁচকে বা হেসে মনের ভাব প্রকাশ করে ও। তবে এখনো বিছানাতেই কাটে তার সময়।’

বিজ্ঞাপন

২০১৭ সালের জুলাইতে সর্বশেষ মাঠে নেমে ছিলেন আবদেলহাক নুরি। মাঠেই কার্ডিয়াক অ্যারহিদমিয়া অ্যাটাক করে বসেন এ সেন্ট্রাল মিডফিল্ডার। ক্ষতি হয় তার মস্তিষ্কে। সেই থেকে এতো দিন ছিলেন কোমায়।