বাফুফের নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে ফিফার অনুমোদন
৩ এপ্রিল তফসিল ঘোষণার পর ২০ এপ্রিল হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নির্বাচন ও সাধারণ সভা পিছিয়ে দেওয়া হয়েছে। বাফুফের এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ফিফা।
৩০ এপ্রিল বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ। তার আগেই নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার অনুমতির ফলে কমিটির মেয়াদ এখন বেড়ে গেল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নির্বাচন ও সাধারণ সভার আনুষ্ঠানিকতা সারতে হবে।
?? With the Bangladeshi people struggling to get food, the @bff_football have admirably been providing lunch for them
On Day 6, ‘Bengal Tigers’ coach @day_jamieday13, leading by example, has revealed he is going to sponsor lunchtime meals tomorrow ? pic.twitter.com/Eq7sqG26GV — FIFA.com (@FIFAcom) April 1, 2020
বাফুফে প্রতিদিন ৩০০ গরীব দুঃখী মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করছে। সংস্থার এই উদ্যোগের প্রশংসা করে ফিফা নিজস্ব টুইটার পেজে কিছু ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছে। একদিনের খাবারের ব্যবস্থা করে বাফুফের এই মহতী উদ্যোগের অংশীদার হওয়ায় বাংলাদেশ কোচ জেমি ডে-র জয়গানও গেয়েছে ফিফা।