ঘরে বসে ছেলের চুল কাটলেন ক্রিকেটার সোহরাওয়ার্দি শুভ
করোনাভাইরাসে এই দুর্যোগে আরো অনেক কিছুর মতো ক্রিকেটও এখন বন্ধ। সুরক্ষার জন্য ক্রিকেটার সোহরাওয়ার্দি শুভ নিয়ম মেনে পুরোপুরি বাসায় বন্দি। দু’ছেলেকে নিয়েই তার লকডাউনের সময় কাটছে। বড় ছেলে সাফওয়ান সোহরাওয়ার্দি নার্সারি শ্রেণীতে পড়ে। তার স্কুলও বন্ধ। ছোট ছেলে ফাইয়ান সোহরাওয়ার্দির বয়স মাত্র ৮ মাস। সোমবার বাসায় বসে বড় ছেলে সাফওয়ানের চুলের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো- ছেলের চুলটা অনেক বড় হয়ে গেছে। লকডাউনের এই সময়টায় সেলুনে যাওয়ার উপায় নেই। তাই নিজের সেভ করার ট্রিমার নিয়ে বসে গেলেন ছেলের চুল কাটতে। বেশ দক্ষতার সঙ্গেই ছেলের চুলের নতুন স্টাইলও হয়ে গেলো। বেবি কাটিং স্টাইলের নতুন ধরণটা ছেলের বেশ পছন্দও হয়েছে। ছেলে সাফওয়ানের হাসিমুখ তো তাই জানাচ্ছে!
বার্তা ২৪কে সোমবার, ৬ এপ্রিল বিকালে মিরপুরের বাসা থেকে ক্রিকেটার সোহরাওয়ার্দি শুভ জানালেন-‘ নিজের ফিটনেস ঠিক রাখারও চেষ্টা করে যাচ্ছি পুরোদুস্তর।’
জাতীয় দলের হয়ে ১৭টি ওয়ানডে ও ১টি টেস্ট ম্যাচ খেলা সোহরাওয়ার্দি শুভ ঘরোয়া ক্রিকেটে এই মৌসুমে খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। শুভ বলছিলেন-‘ক্লাবের ট্রেনার ম্যাক আমাদের ফিটনেস ঠিক রাখার জন্য চার্ট দিয়েছেন। আমরা সেটা অনুসরণ করছি। তাছাড়া এতদিন ধরে ক্রিকেট খেলছি, খেলা না থাকলে কিভাবে নিজেকে ফিট রাখতে হয় সেই কৌশলটাও জানি।’
নিজের ফিটনেস ঠিক রাখতে ছয়তলা বাসার সিঁড়িতে দ্রুতগতিতে উঠানামা করে শরীরচর্চা করছেন শুভ।
চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের প্রথম রাউন্ড হওয়ার পরই করোনাভাইরাসের কারণে বিসিবি লিগ স্থগিত করে দিয়েছে। খেলাঘরের বিপক্ষে প্রথম রাউন্ডের সেই ম্যাচে সোহরাওয়ার্দি শুভ ওয়ানডাউনে নেমে ৩৫ বলে ২৫ রান করেন। আর ৭ ওভারে ২৬ রান খরচায় শিকার করেন ২ উইকেট।