বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে বিধ্বস্ত আর্চার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের মেডেলটি এখনো খুঁজে চলেছেন আর্চার, ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মেডেলটি এখনো খুঁজে চলেছেন আর্চার, ছবি: সংগৃহীত

বাসা বদল করা যেমন কঠিন কাজ। তেমনই কঠিন কাজ নতুন বাসা সাজানো। পুরনো বাসা থেকে আনা প্যাকেট খুলে সবকিছু বের করে নতুন বাসা সাজানো সময়সাধ্য ও কষ্টকর। এতে সবকিছু গোলমেলে হয়ে যায়। কোথায় কোন জিনিসটা থাকে তার কোনো ঠিক থাকে না। সব হয়ে যায় এলোমেলো। সম্প্রতি এমন অভিজ্ঞতাই নিয়েছেন জোফরা আর্চার।

বাসা বদল করতে গিয়ে বিশ্বকাপ জয়ী জোফরা আর্চার নিজের মহামূল্যবান কিছুই হারিয়ে ফেলেছেন। নতুন ফ্ল্যাটে উঠে যেটা তন্নতন্ন করে খুঁজেও কিছুতেই পাচ্ছেন না।

বিজ্ঞাপন

দর্শকপূর্ণ লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের (২০১৯) শিরোপা জিতে ইংল্যান্ড। সেই ফাইনালে সুপার ওভার বল করে দলের বিশ্ব জয়ে অগ্রণী ভূমিকা রাখেন ইংল্যান্ডের এ ক্রিকেট সুপারস্টার। ইংল্যান্ড পায় বিশ্ব ট্রফির ছোঁয়া। প্রত্যেক ইংলিশ ক্রিকেটার সেই দিনের স্মারক হিসেবে গলায় ঝুলান বিশ্ব জয়ের মেডেল।

এক ভক্ত আর্চারকে তার একটি পোর্ট্রেট বানিয়ে দিয়েছিলেন। আগের বাসায় সেই ছবির ওপর ঝুলিয়ে রেখে ছিলেন বিশ্বকাপের অমূল্য মেডেলটি। নতুন ফ্ল্যাটের নতুন ওয়ালে ছবিটি ঝুলিয়েছেন ঠিকই। কিন্তু তাতে নেই মেডেলটি। এক সপ্তাহ ধরে পুরো ফ্ল্যাট ওলট-পালট করে ফেললেও এখনো অবধি দেখা মেলেনি মেডেলের।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতিতে করণীয় সবকিছুই করেছেন। মেডেল খুঁজে পেতে কোনো ত্রুটি রাখেননি। বলতে গেলে খোঁজার চেয়ে বেশি কিছু করে ফেলেছেন। কিন্তু তারপরও হাল ছাড়ার পাত্র নন আর্চার। আরো খুঁজে যাবেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।

যুক্তরাজ্যে চলা করোনাভাইরাস লকডাউনে ডান হাতের দীর্ঘদিনের চোটটা কাটিয়ে উঠার চেষ্টা করে যাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা পেসার। ফিটনেস ধরে রাখতে ঘরে সারছেন অনুশীলন। এরমধ্যে মেডেল হারিয়ে মানসিকভাবে প্রচণ্ড ভেঙ্গে পড়েছেন ২৫ বছরের বার্বাডিয়ান বংশোদ্ভূত এ বোলার।