অবশেষে বিশ্বকাপ জয়ের মেডেল খুঁজে পেয়েছেন আর্চার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গেস্ট বেডরুমেই আর্চার পেয়েছেন নিজের মেডেলটি, ছবি: সংগৃহীত

গেস্ট বেডরুমেই আর্চার পেয়েছেন নিজের মেডেলটি, ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন জোফরা আর্চার। অবশেষে অনেক খোঁজাখুঁজি পর নিজের অমূল্য মেডেলটি পেয়েছেন ইংল্যান্ডের এই তারকা পেসার। ফলে আর্চারের সঙ্গে মানসিকভাবে স্বস্তি ফিরে পেলেন তার ভক্ত-সমর্থকরাও।

উদ্বিগ্ন অনুসারীদের বিনিদ্র রাত কাটানোর পর আর্চার রোববার দিলেন স্বস্তির খবর, গেস্ট বেডরুমে মিলেছে প্রিয় মেডেলটি। পেয়ে আর দেরি করেননি। মেডেলটির ছবি তুলে পোস্ট দিয়েছেন টুইটারে। এখন ঠিক আগের মতো নিজের পোর্ট্রেটের ওপর ঝুলিয়ে দেবেন মেডেলটি।

বিজ্ঞাপন

শনিবার আর্চার জানিয়ে ছিলেন, বাসা বদল করতে গিয়ে নিজের বিশ্বকাপ জয়ের মহামূল্যবান মেডেলটি হারিয়ে ফেলেছেন। নতুন ফ্ল্যাটে উঠে যেটা তন্নতন্ন করে খুঁজেও কিছুতেই পাচ্ছেন না।

দর্শকপূর্ণ লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে ইংল্যান্ড। সেই ফাইনালে সুপার ওভার বল করে দলের বিশ্ব জয়ে অগ্রণী ভূমিকা রাখেন ইংল্যান্ডের এ ক্রিকেট সুপারস্টার। ইংল্যান্ড পায় বিশ্ব ট্রফির ছোঁয়া। প্রত্যেক ইংলিশ ক্রিকেটার সেই দিনের স্মারক হিসেবে গলায় ঝুলান বিশ্ব জয়ের মেডেল।

বিজ্ঞাপন

এক ভক্ত ২৫ বছরের আর্চারকে তার একটি পোর্ট্রেট বানিয়ে দিয়েছেন। আগের বাসায় সেই ছবির ওপর ঝুলিয়ে রেখে ছিলেন বিশ্বকাপের সেই অমূল্য মেডেলটি। নতুন ফ্ল্যাটের নতুন ওয়ালে ছবিটি ঝুলিয়েছেন। কিন্তু তাতে মেডেলটি না দেখে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বার্বাডিয়ান বংশোদ্ভূত এই তারকা ক্রিকেটার।