রোনালদোর পেনাল্টি মিসেও ফাইনালে জুভেন্টাস
দীর্ঘ দিন পর ইতালির মাঠে ফিরেছে ফুটবল। অনেক দিন পর মাঠে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। তাই হয়তো মনোযোগে খানিকটা ঘাটতি ছিল। তাই তো বর্তমানের বিশ্বসেরা এই ফুটবলার মিস করে ফেললেন পেনাল্টি।
রোনালদোর পেনাল্টি মিসে কোপা ইতালিয়ার সেমিফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে জুভেন্টাস গোল শূন্য ড্র করেছে এসি মিলানের সঙ্গে। কিন্তু তারপরও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে জুভ শিবির।
কেননা শেষ চারের প্রথম লেগে মিলানের মাঠে ১-১ গোলে ড্র করে এসেছিল ১৩বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সেই ম্যাচে রোনালদোর করা মূল্যবান অ্যাওয়ে গোলের সুবাদেই আসরের ফাইনালে নাম লেখেছে জুভেন্টাস।
করোনাভাইরাস লকডাউনের পর তুরিনের দর্শকহীন স্টেডিয়ামে হওয়া ম্যাচে লালকার্ড দেখেন মিলানের অ্যান্তে রেবেক।
রোমে হতে যাওয়া বুধবারের ফাইনালে কোচ মাউরিজিও সারির জুভেন্টাস লড়বে ইন্টার মিলান বা নাপোলির বিপক্ষে। ১-০ গোলের লিড নিয়ে আজ রাতে (১৩ জুন) সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচ খেলতে মাঠে নামবে নাপোলি।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে ৯ মার্চ স্থগিত হয়ে যায় ইতালির ফুটবল। ২০ জুন ফের মাঠে গড়াচ্ছে ইতালিয়ান সেরি এ। লাৎসিও থেকে এক পয়েন্টে এগিয়ে রয়েছে জুভেন্টাস। লিগের ১২ ম্যাচ এখনো বাকি।