ফুটবল শুরু কিন্তু কতোটা মানা হচ্ছে করোনাভাইরাস বিধি-বিধান?



স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
মাঠে সামাজিক দূরত্ব মানছেন না ফুটবলাররা

মাঠে সামাজিক দূরত্ব মানছেন না ফুটবলাররা

  • Font increase
  • Font Decrease

গোল করার পর আনন্দে ছুট দিলেন ফার্নান্দেজ। কাছে-পিঠে থাকা সতীর্থরা দৌড়ে এসে জড়িয়ে ধরলেন তাকে। আনন্দে ফেটে পড়লেন। একটু পেছনে ছিলেন যে সতীর্থরা তারা এগিয়ে এসে হাইফাইভ করলেন। এতো গেল গোলের পর মুহূর্তের দৃশ্য।

আর ম্যাচে চলল ধাক্কাধাক্কি আর ফাউলের ছড়াছড়ি। গ্রানাডা ফাউল করল ১৭টি। গেটাফের ফাউলের সংখ্যা ১৬।

গোলের পর হ্যান্ডশেক, গলায় ধরে জড়াজড়ি, হাইফাইভ, একে অন্যের কাঁধে হাত, মাঠ থেকে বেরনোর সময়ও সবাই কাছাকাছি। ড্রিঙ্কস ব্রেক, মাঝ বিরতি বা খেলা শেষে কোথাও কেউ সামাজিক দূরত্বের বিধি-বিধানকে পাত্তাই দিলেন না। ফুটবল ম্যাচে সবকিছুই চলল স্বাভাবিক গতিতে।

তিন মাস স্থগিত থাকার পর ফের শুরু হওয়া স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচ দেখে মনেই হলো না করোনাভাইরাস কোনো প্রভাব ফেলেছে!

তবে মাঠের বাইরে যারা বসেছিলেন সেই টাচলাইন, ড্রেসিংরুম, সাইডবেঞ্চের চেহারা ঠিকই জানিয়ে দিল এই সময়ের নতুন নাম করোনাভাইরাস কাল! রিজার্ভ খেলোয়াড়, বদলি খেলোয়াড়, সহকারী কোচ, টিম ডাক্তার সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছিলেন। বল বয় যতবার বাইরে থেকে বল ভেতরে পাঠাচ্ছে প্রতিবারই বলে জীবাণুনাশক ঢালছে। মাঠের খেলোয়াড় এবং কোচ ছাড়া বাকি সবাই মাস্ক পরে আছেন।

শূন্য গ্যালারি আরেকটি বড় পার্থক্যের চিহ্ন রেখে গেল করোনাভাইরাস পরবর্তী শুরু হওয়া ফুটবল লিগে। গ্যালারি ফাঁকা। কোথায় কেউ নেই। তবে টেলিভিশন দর্শকরা যাতে গ্যালারির দর্শকদের চিৎকার-উত্তেজনা ও আনন্দের ভাগ নিতে পারে সেই ব্যবস্থা রাখা হয়। কৃত্রিম উপায়ে সাউন্ড সিস্টেমে দর্শকদের চিৎকার, বাঁশির শব্দ হৈ-হল্লা ঠিকই শোনানো হলো। গ্যালারিতে দর্শকদের চেয়ারে বসানো হলো সমর্থকদের কাটআউট! ভালো কোনো ড্রিবলিং বা আক্রমণ অথবা ডিফেন্ডিংয়ের সময় দর্শকরা ঠিক প্রতিক্রিয়ায় যে আওয়াজ বা হাততালি দেন- তেমনটা শোনানো হলো। তবে টিভি পর্দার সামনে বসে এমন কৃত্রিম উপায়ে ফুটবল মাঠের শব্দ শুনে মনে হচ্ছিল এ যেন ফুটবলের ভিডিও গেমস চলছে!

অবশ্য ম্যাচে খেলা ফুটবলাররা এসবের কিছুই টের পেলেন না। তারা খেলে গেলেন দর্শক শূন্য গ্যালারিতে। এই প্রসঙ্গে আরেক ম্যাচে খেলা ভ্যালেন্সিয়ার গোলদাতা রডরিগো মোরেনো বলছিলেন- ‘এমন আয়োজনে খেলতে একটু অদ্ভুত লাগলেও আমার মনে হয় আমাদের ধীরে ধীরে সামনে বাড়তে হবে। আশা করছি ঘরে থাকা মানুষেরা খেলাটা উপভোগ করবে। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলেই আমাদের সামনে বাড়তে হবে।’

লা লিগা কর্তৃপক্ষ আশায় আছে লিগের শেষভাগে দর্শকরা ঠিকই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন। মহামারীর কারণে গ্যালারিতে দর্শক উপস্থিতির নিষেধাজ্ঞা স্পেন সরকার বর্তমানে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে প্রায় ২৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। গত মাস থেকে দেশটি করোনাভাইরাস মহামারী কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

   

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আর্জেন্টিনার তেভেজ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজকে। মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা।

ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি এবং ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলার অবসরের পর এখন আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের হেড কোচের দায়িত্বে রয়েছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে জানায়, সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ‘সন্তোষজনক’।

তবে সতর্কতাবশত তেভেজকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে বলেও ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে জানানো হয়।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত দেখা যায় তেভেজকে। ২০২২ সালে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেয়ার পর কিছু সময় রোজারিও সেন্ট্রালের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তের ডাগআউটে দাঁড়ান।

;

স্লটের জন্য শতকোটি টাকারও বেশি খসাতে হবে লিভারপুলকে



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাবি আলোনসো বায়ার লেভারকুজেনকে লিগ জিতিয়ে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্পোর্টিং লিসবনের রুবেন আমোরিমকে চায় ওয়েস্ট হ্যাম, লিভারপুলের সঙ্গে আপাতত তার কোনো আলোচনা চলছে না। তাই ইংলিশ জায়ান্ট লিভারপুলকে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি বেছে নিতে এখন চোখ রাখতে হচ্ছে নেদারল্যান্ডসে।

ডাচ ক্লাব ফেয়েনুর্ডের ম্যানেজার আরনে স্লটকে ক্লপের স্থলাভিষিক্ত করতে চায় লিভারপুল, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যমে। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, লিভারপুলের সঙ্গে ইতিবাচক আলাপ হয়েছে স্লটের। লিভারপুল কোচের চাকরি নিয়ে বেশ আগ্রহী তিনি।

স্লটের সঙ্গে ফেয়েনুর্ডের বর্তমান চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই বলেও জানিয়েছেন রোমানো। তবে স্লটকে কোনো ক্লাব নিয়োগ দিতে চাইলে ফেয়েনুর্ড মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইতে পারে। গত বছর আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম স্লটের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। তবে মোটা ক্ষতিপূরণের কথা শুনে তারা পিছিয়ে যায় এবং অস্ট্রেলিয়ান ম্যানেজার অ্যাঞ্জ পস্তেকগলুকে নিয়োগ দেয়।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, স্লটকে ছেড়ে দিতে প্রায় ১০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশ মুদ্রায় ১১৬ কোটি টাকা চাইতে পারে ফেয়েনুর্ড। স্লটকে পেতে চাইলে লিভারপুলকে এই বড় অঙ্কের অর্থ খসাতে হবে। উল্লেখ্য, ফেয়েনুর্ডের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে স্লটের।

;