চ্যাম্পিয়নস লিগ শুরু ৭ আগস্ট, শেষ চূড়ান্ত আট ফরমেটে
আট দলের মিনি টুর্নামেন্ট আকারে চ্যাম্পিয়নস লিগ হবে আগস্টে। ক্লাব বিশ্বকাপের আদলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে পর্তুগালের লিসবনে। দুই লেগের বদলে হবে এক লেগের ম্যাচ।
চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বের ম্যাচ হবে ১২-২৩ আগস্ট। ফাইনাল হবে ২৩ আগস্ট। পূর্ব সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তাম্বুলে।
চ্যাম্পিয়নস লিগের বাকি থাকা শেষ ষোল পর্বের চারটি ম্যাচ হবে ৭ ও ৮ আগস্ট। তবে ম্যাচগুলো ঘরের মাঠে হবে নাকি নিরপেক্ষ ভেন্যুতে হবে সেটা এখনো নিশ্চিত করেনি উয়েফা।
রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে আতিথ্য দিবে ম্যানচেস্টার সিটি। চেলসি যাবে বায়ার্নের মাঠে। নিজেদের মাঠে জুভেন্টাস মোকাবেলা করবে অলিম্পিক লিঁওকে। আর বার্সেলোনার ন্যু ক্যাম্প সফরে যাবে নাপোলি।
একই সংস্করণে হবে ইউরোপা লিগও। জার্মানির বিভিন্ন শহরে হবে এ আসর। আসরের শেষ ষোল পর্বের ম্যাচ হবে ৫ ও ৬ আগস্ট। আর নক-আউট পর্ব শুরু ১০ আগস্ট থেকে।
স্পেনের উত্তরাঞ্চলে ২১-৩০ আগস্ট হবে মেয়েদের চ্যাম্পিয়নস লিগের নক-আউট টুর্নামেন্ট।
বৈশ্বিক করোনা মহামারীর কারণে টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গিয়েছিল মার্চ থেকে।