‘২০১১ বিশ্বকাপের ফাইনাল বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা’
প্রথমে এই অভিযোগ এনেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। এবার ‘বিশ্বকাপ ফাইনাল বিক্রির’-এই ভয়াবহ অভিযোগ এনেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী! শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিনদানান্দা অতুলগামাগে অভিযোগ করেছেন- ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে ‘‘বিক্রি’’ করে দিয়েছিল শ্রীলঙ্কা।’ ১৮ জুন, বৃহস্পতিবার কলম্বোতে একটি টেলিভিশন চ্যানেলের কাছে এই অভিযোগ করেন তিনি।
তার এই অভিযোগের বিষয়টি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বেশ গুরুত্ব সহকারে পুরো দুনিয়ায় প্রকাশ করেছে।
ঠিক একই অভিযোগ বেশকিছু দিন আগে শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এনেছিলেন।
মাহিনদানান্দা অতুলগামাগে ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কা-ভারতের সেই বিশ্বকাপ ফাইনালের সময় মাহিনদানান্দা অতুলগামাগে দেশটির ক্রীড়া মন্ত্রী ছিলেন।
কলম্বোর সিরাসা টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে মাহিনদানান্দা অতুলগামাগে বলেন- ‘আজ আমি বলতে পারছি সেদিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমি নিজেও তখন ক্রীড়া মন্ত্রী ছিলাম, সেই আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল।’
প্রশ্ন হলো তিনি সেসময় ক্রীড়া মন্ত্রী ছিলেন। তার চোখের সামনেই যখন এমন ঘটনা ঘটল তাহলে তিনি কেন তখন প্রতিবাদ করেননি। এতদিন পরে এসে কেন তার কাছে ‘সত্য’ উদঘাটনের প্রয়োজন মনে হলো?
মাহিনদানান্দা অতুলগামাগে এর উত্তরে যা বললেন সেটা খুব যৌক্তিক কিছু শোনাল না। তার উত্তর- ‘সেসময় আমি আসলে ষড়যন্ত্রটা প্রকাশ করতে চাইনি।’
নিজের ব্যাখ্যায় তিনি আরো জানান- ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে আমরাই জিততাম, কিন্তু ম্যাচটা যে আমরা বিক্রি করে দিলাম। এখন এতদিন পরে এসে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়ে কথা বলতে পারি। মানুষ এ নিয়ে চিন্তিত। খেলোয়াড়দের আমি জড়াচ্ছি না, কিন্তু দলের কিছু বিভাগ তো এতে জড়িত ছিল।’
২০১১ সালের সেই বিশ্বকাপ ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ৬ উইকেটে হারায়। এই ফাইনাল নিয়ে এর আগেও উঠা এমন অভিযোগ ভারতীয় খেলোয়াড়রা উড়িয়ে দিয়েছিলেন।
সেই ফাইনালে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকা অর্জুনা রানাতুঙ্গাও এর আগে এই ফাইনালে শ্রীলঙ্কার হার নিয়ে ২০১৭ সালের জুলাইয়ে তদন্তের দাবি তুলেছিলেন- ‘ফাইনাল হারের পর আমার অনেক দুঃখ হয়েছিল, সেই সঙ্গে সন্দেহের তৈরি হয়। সেই ফাইনালে শ্রীলঙ্কার কি হয়েছিল সেটা জানার জন্য তদন্তের প্রয়োজন। আমি আজ সবকিছু প্রকাশ করতে পারছি না। কিন্তু একদিন অবশ্যই করব। এই ফাইনালে শ্রীলঙ্কার হারের অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন। খেলোয়াড়রা নিশ্চয়ই ময়লা ঢাকতে পারবেন না।’
ফাইনালে টসে জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান তুলে। জবাব দিতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। সুপারস্টার শচীন মাত্র ১৮ রানে বিদায় নেন। ওপেনার বীরেন্দ্র শেবাগও ব্যর্থ হন। বাকি সময় শ্রীলঙ্কার বাজে বোলিং ও ফিল্ডিংয়ে ভারত ম্যাচে ফিরে আসে। গৌতম গম্ভীর মিডল-অর্ডারে চমৎকার ব্যাটিং করেন। আর দুর্দান্ত ফিনিশার হিসেবে ভারতকে ফাইনাল জিতিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি।