জুভেন্টাসের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল লাৎসিও
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লাৎসিও। নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে অতিথি ফিওরেন্তিনাকে হারিয়েছে ২-১ গোলে। সুবাদে শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে আসল চারে। সেরি এ শিরোপা জয়ের আশাও জিইয়ে রাখল কোচ সাইমন ইনজাঘির দল।
বর্ষীয়ান ফ্রাঙ্ক রিবেরি সফরকারী ফিওরেন্তিনাকে এগিয়ে দেন ম্যাচের ২৫ মিনিটে। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান সিরো ইমোবাইল। ৮২ মিনিটে লুইস আলবার্তো লাৎসিওকে এনে দেন জয়সূচক গোল।
ইনজুরি টাইমে দশ জনের দল হয়ে যায় ফিওরেন্তিনা। বাজে আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুসান ভ্লাহোভিচ। লাল কার্ড দেখেন লাৎসিও ম্যানেজার ইনজাঘিও।
২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে লাৎসিও।