সুয়ারেজের গোলে জিইয়ে রইল বার্সার শিরোপা স্বপ্ন
স্প্যানিশ লিগ ট্রফি জয়ের লড়াই জমিয়ে রাখল বার্সেলোনা। এসপানিওলকে হারিয়ে লা লিগা জয়ের আশা জিইয়ে রাখল লিওনেল মেসিরা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বর্তমান চ্যাম্পিয়নরা জিতল ১-০ গোলে। তবে লুইস সুয়ারেজের গোলে বার্সার এ জয়ে কপাল পুড়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের। এ হারে সফরকারীরা রেলিগেট হলো লা লিগা থেকে।
মাথা গরমের ম্যাচে দুদলই দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রিভিউ দেখে তিন মিনিটের ব্যবধানে দুদলের দুজনকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। ফার্নান্ডো ক্যালেরোকে ফাউল করায় বার্সার তরুণ তুর্কি আনসু ফাতিকে ডিসমিস করেন রেফারি। পরে ভয়ানক ট্যাকল করায় লাল কার্ড নিয়ে ফেরেন পল লোজানো।
দুজনের বিদায় নেওয়ার পরই গোলের দেখা পেয়ে যায় বার্সা। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে স্বাগতিকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের তারকা স্ট্রাইকার প্রিয় দলকে এনে দেন পুরো তিন পয়েন্ট। সঙ্গে লিগ ট্রফি ধরে রাখার আশাও ফিরিয়ে আনলেন সুয়ারেজ।
এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমে আসল একে।
৩৪ ম্যাচে রিয়ালের পুঁজি ৭৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে বার্সার সংগ্রহ এখন ৭৬ পয়েন্ট।