আইফোনে ডুয়েল সিম,তবে!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া আইফোনে ডুয়েল সিম সুবিধা। এবারের মুক্তি পাওয়া আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও এক্সআর এর সবগুলো ডিভাইসেই পাওয়া যাবে ডুয়াল সিম সুবিধা।

তবে সেটা কি প্রচলিত সিম কার্ডের মতই ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে, না!

বিজ্ঞাপন

প্রচলতি ডুয়াল সিম কার্ডের মত এতে থাকবে না ডুয়াল সিম স্লট। তবে দুটি সংযোগ ব্যবহার করতে হলে আইফোনের ভিতরে থাকা ই-সিম প্রোগ্রাম করে আনতে হবে নেটওয়ার্ক অপারেটরের কাছ থেকে যা শুধু মাত্র  চালু আছে বিশ্বের ১৪ টি দেশে।

আর বাংলাদেশের একটি অপারেটরও এখনো ই-সিম পদ্ধতি চালু না করায় দেশের ব্যবহারারীরা এই ডুয়াল সিম সুবিধা পাবেন না ।

বিজ্ঞাপন

তবে চীন, হংকং এবং ম্যাকাউতে যে সকল আইফোন ১০এস ম্যাক্স  বিক্রি হবে, সেগুলোতে দুটি সিম কার্ড সরাসরি ব্যবহার করা যাবে। সেখানে পিঠাপিঠি দুটি সিম একত্রে স্লটে রেখে দিলেই দুটি নেটওয়ার্ক একসঙ্গে কাজ করবে।

ই-সিম ব্যবহারের সুবিধা অনেক। একটি কিউআর কোড স্ক্যান করেই ব্যবহারকারীরা ফোনে নেটওয়ার্ক ব্যবহার শুরু করতে পারবেন, একাধিক অপারেটরের তথ্য জমিয়ে রেখে সফটওয়্যার থেকেই অপারেটর বদল করতে পারবেন সহজেই।

এছাড়াও বিশ্বের যে কোন দেশে ডুয়াল সিম ব্যবহার করতে হলে আইফোনটি হতে হবে সম্পূর্ণ ফ্যাক্টরি আনলকড । কেননা ক্যারিরার ব্লকড থাকলে আপনি সেখানে সিম ব্যবহার করতে পারছেন না।