ভুয়া তথ্য ছড়ালে ব্যবস্থা নেবে ফেসবুক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেসবুকে বারবার ভুয়া খবর ছড়ালে ওই ব্যবহারকারীর বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা নেবে সামাজিক যোগাযোগমাধ্যমটি। বুধবার (২৬ মে) এক ব্লগ পোস্টে এ কথা জানিয়েছে ফেসবুক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্লাটফর্মটিতে কোন খবর শেয়ার করার পর তথ্য যাচাইয়ের জন্য সহযোগী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। এমন সহযোগী প্রতিষ্ঠানগুলো যদি কোনো কনটেন্ট বা বিষয়বস্তু ভুয়া হিসেবে চিহ্নিত করে, আর ওই কনটেন্ট যদি কোনো অ্যাকাউন্ট থেকে বারবার শেয়ার করা হয়, তবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

শাস্তি হিসেবে ওই ব্যবহারকারীর পরবর্তী সব পোস্ট অন্য ব্যবহারকারীর নিউজফিডে কম দেখাবে ফেসবুক।