এমএনপি সেবা নিতে ১০০ টাকার ট্যাক্স মওকুফ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

এমএনপি সেবা নিতে এখন গ্রাহকদের খরচ হবে মাত্র ৫০ টাকা। এমএনপি সেবায় সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স বাবদ ১০০ টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ১৫০ টাকা দিয়ে যে এমএনপি সেবা নিতে হতো গ্রাহকদের তা এখন মিলবে মাত্র ৫০ টাকায়।

এমএনপি অপারেটর ইনফোজিলিয়ন টেলিটেক-এর সিইও মোহাম্মদ জুলফিকার বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হককে উদ্ধৃত করে বলেন, আজ বৃহস্পতিবার একটি বৈঠকের শেষের দিকে তিনি জানিয়েছেন এমএনপি সেবায় সিম রিপলেসমেন্ট অ্যাক্ট ট্যাক্স বাবদ ১০০ টাকা গ্রাহকদের আর দিতে হবে না।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে এই ট্যাক্সটি আর থাকছে না।

তবে জরুরি ২৪ ঘণ্টার মধ্যে সেবাটি পেতে চাইলে সেক্ষেত্রে দিতে হবে আরও ১০০ টাকা। এখানেও ১৫ শতাংশ কর রয়েছে। তখন মোট খরচ হবে ২৭২ টাকা ৫০ পয়সা। তবে সেবাটি এমনিতেই ১০ হতে ১৫ মিনিটের মধ্যে দেয়া যাচ্ছে বলে প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে এই জরুরি ফি প্রয়োজন হবে না বলে মনে করছে ইনফোজিলিয়ন টেলিটেক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে এমএনপি সেবা চালু হয়।