ভুলে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠালেও সমস্যা নেই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস হোয়াটসঅ্যাপ তার ‘ডিলিট ফর এভরিওয়ান ফিচারের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলো। এর ফলে একজন ব্যবহারকারী বার্তা পাঠানোর ৭ মিনিটের মধ্যে পাঠানো বার্তা ডিলিট করতে পারতেন।

তবে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিলো সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার সেই গুঞ্জনেই সত্য হলো।

বিজ্ঞাপন

গত বছর নভেম্বর মাসে চালু হওয়া হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি  লঞ্চ হওয়ার পরেই জনপ্রিয় হয়ে ওঠে । কাউকে ভুল করে মেসেজ পাঠালে, প্রেরক চাইলে ৭ মিনিটের মধ্যে মেসেজ ডিলিট করতে পারতেন। কিন্তু বেশ কয়েকজন ব্যবহারকারী  অভিযোগ জানাচ্ছিলেন যে এই সময়টা খুব অল্প ।

এবার ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই সেই ফিচারে বদল আনল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড করে দেয়া হয়েছে। ফলে মেসেজ পাঠানোর পরেও ডিলিট করতে হাতে ১ ঘণ্টা সময় পাওয়া যাবে।

বিজ্ঞাপন

তবে হোয়াটস অ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের নতুন সুবিধা এ মুহূর্তেই পাচ্ছেন না সবাই। শুধু হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটা ভার্সনেই বর্তমানে এ সুবিধা পাওয়া যাবে।