'ই-কমার্স মুভারর্স অ্যাওয়ার্ড’ পেল মহাসাগর.কম
লকডাউনের মধ্যে গৃহবন্দী মানুষের পাশে নিত্যপণ্যের বাণিজ্যিক সেবা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। নিজেদের কাজের স্বীকৃতি স্বরূপ এ সকল প্রতিষ্ঠানকে 'ই-কমার্স মুভারর্স অ্যাওয়ার্ড ’ প্রদান করেছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
ই-ক্যাবের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক(এমপি) মহাসাগর.কম-কে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রতিষ্ঠানের পক্ষে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন mohasagor.com এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম।
ই-কমার্স মুভারর্স অ্যাওয়ার্ড প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মহাসাগর.কমের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গতানুগতিক ই-কমার্স সেবায় ভোগান্তির পাশাপাশি প্রতারিত হচ্ছে ক্রেতা ও বিক্রেতারা। কিন্তু এর সহজ সমাধান নিয়ে আমাদের ভাবতে হবে। মহাসাগর.কম সময়ের সাথে ক্রেতার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে বাজারে টিকে আছে। পণ্যের গুণগত মানই আমাদের ক্রেতা বৃদ্ধি করেছে। ক্রেতার সন্তুষ্টি অজর্নের মাধ্যমে বর্তমান আমরা বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাতারে স্থান পেয়েছে। খুব শীঘ্রই সারাদেশে আমাদের আউটলেট খোলার মাধ্যমে পণ্য সরবরাহের কাজটি আরো ত্বরান্বিত করা হবে।
উল্লেখ্য,মহাসাগর.কম যাত্রা শুরু করে ২০১৫ সালে।