এসডি কার্ডের জায়গা দখল করতে হুয়াওয়ের ন্যানো কার্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুয়াওয়ের ন্যানো কার্ড

হুয়াওয়ের ন্যানো কার্ড

প্রচলিত এসডি কার্ডের জায়গা দখল করতে হুয়াওয়ে নিয়ে এসেছে নতুন এক্সপেন্ডেবল মেমোরি চিপ ‘ন্যানো কার্ড’।

সম্প্রতি হুয়াওয়ে মেট ২০ ও হুয়াওয়ে মেট ২০ প্রো এর উন্মোচনোর পর এই ঘোষণা দেয় হুয়াওয়ে।

বিজ্ঞাপন

কোম্পানিটি জানায়, তাদের ন্যানো কার্ড বর্তমানে প্রচলিত মাইক্রো এসডি কার্ডের তুলনায় প্রায় ৪৫ শতাংশ ছোট এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টেরেজ ধারণ ক্ষমতা সম্পন্ন। প্রতি সেকেন্ডে এই কার্ড ৯০ মেগাবাইট করে তথ্য আদান প্রদান করতে সক্ষম । নতুন এই ন্যানো কার্ড দেখতে  অনেকটা ন্যানো সিম কার্ডের মতই।

বিশ্বের অনেক প্রতিষ্ঠান এখন এক্সপেন্ডেবল মেমোরি এর দিকে নজর দিচ্ছে। এদিক দিয়ে হুয়াওয়ের এই নতুন উদ্ভাবন অবশ্যই হুয়াওয়েকে এগিয়ে রাখবে বলে ধারণা প্রযুক্তিবিদদের।

বিজ্ঞাপন

নতুন রিলিজ করা ফোন দুটির সঙ্গে হুয়াওয়ে তাদের এই প্রযুক্তি সরবরাহ করেছে। তবে এর দাম আলাদা ভাবে কত হতে পারে তা এখনো জানা যায়নি কোম্পানিটি।