আইফোন টেনএস এখন গ্রাহকদের হাতে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অগ্রিম বুকিং দেওয়া গ্রাহকদের হাতে আইফোন তুলে দেওয়া হচ্ছে/ ছবি: বার্তা২৪.কম

অগ্রিম বুকিং দেওয়া গ্রাহকদের হাতে আইফোন তুলে দেওয়া হচ্ছে/ ছবি: বার্তা২৪.কম

অগ্রিম বুকিং দেওয়া গ্রাহকদের হাতে আইফোন টেনএস ও আইফোন টেন এস ম্যক্স তুলে দিয়েছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) গুলশানে গ্রামীণফোন লাউঞ্জে এক অনুষ্ঠানে হ্যান্ডসেটগুলো গ্রাহকদের হাতে তুলে দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি ও প্রতিষ্ঠানটির ব্রান্ড অ্যাম্বাসাডর তাহসান রহমান খান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ অপারেশন সাজ্জাদ হাসিব, ও প্রতিষ্ঠানটির হেড অফ ডিভাইস সরদার শওকত আলী সহ গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানে মাইকেল ফোলি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সারা বিশ্বেই আইফোন ভক্তদের কাছে এ ফোন দুটি অনেক প্রতীক্ষিত। এতদিনের অপেক্ষার পর অগ্রিম বুকিং হওয়া ফোনগুলো ক্রেতাদের কাছে হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ফোন নিয়ে গ্রাহকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আমরা অত্যন্ত খুশি।’

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে তাহসান খান বলেন, ‘শুধু প্রযুক্তির দিক দিয়ে নয়, আইফোন হচ্ছে একতা লাইফস্টাইলের প্রতীক। তাই যারা এর গর্বিত গ্রাহক হলেন, তাদের আন্তরিক শুভেচ্ছা, আশা করবো এই নতুন ডিভাইস তাদের জীবনকে আরো গতিশীল ও উন্নত করবে।’

আইফোনের এই দুটি মডেলই আজ বৃহস্পতিবার থেকে দেশজুড়ে সকল গ্রামীণফোন সেন্টার, জিপি অনলাইন শপ ও এন্টারপ্রাইজ চ্যানেলে পাওয়া যাবে। ডিভাইস সরবরাহে সহয়তা করছে আইফোনের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিপিএল বাংলাদেশ।