বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের নিবন্ধন শুরু

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১।

এ উপলক্ষে বুধবার থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান আগামী ১১ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে। এরপর বিচারকদের মাধ্যমে ধাপে ধাপে যাচাই-বাছাই করে দুটি ভাগে মোট ১০০টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে থাকবে ২০টি এবং ব্যক্তি পর্যায়ে থাকবে ৮০টি পুরস্কার।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠান পর্যায়ে আউটসোর্সিং প্রতিষ্ঠান বিভাগে পাঁচটি, স্টার্টআপ বিভাগে পাঁচটি এবং এক্সপোর্ট এক্সিলেন্স বিভাগে ১০টি পুরস্কার থাকবে। আর ব্যক্তি পর্যায়ে ৬৪ জেলায় ৬৪ জনকে, ব্যক্তি নারী বিভাগে ছয়জনকে এবং আউটসোর্সিং প্রফেশনাল বিভাগে সেরা ১০ জনকে পুরস্কার দেওয়া হবে।

বুধবার বেসিস অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। এ সময় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির, বেসিসের সহসভাপতি মুশফিকুর রহমান।

বিজ্ঞাপন