১ কোটি ৫০ লক্ষ ফ্যান নিয়ে গ্রামীণফোনের ফেসবুক পেজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

দেশের সবচেয়ে পছন্দনীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের ফেসবুক ফ্যান বা ভক্তের সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ ছাড়িয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্রামীণফোনের ডেপুটি সিই্ও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ‘এটি আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল উপস্থিতির আরো একটি লক্ষণ। আমাদের ফেসবুক পেজ খুব ভালো একটি এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা  গ্রাহকদের কোম্পানির তথ্য বা তাদের প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস‌্যুতেও তাদের সাথে যোগাযোগ করি।

বিজ্ঞাপন

তিনি আরো জানান গ্রামীণফোনের ফেসবুক পেজে কোম্পানির একদল নিবেদিত কর্মী আছেন যারা সারাদিনই গ্রাহকদের প্রশ্ন পর্যবেক্ষণ করেন এবং শতকরা ৯৮ ভাগ ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই উত্তর দিয়ে থাকেন।

এ বছরের প্রথম দিকে ৪জি চালু হবার পর বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল সেবার ব্যাপক ব্যবহারের মাধ্যমে দেশে ইন্টারনেটের বিস্তার নতুন গতি পেয়েছে।

বিজ্ঞাপন

২০০৭ এ যাত্রা শুরু করে গ্রামীণফোনের ফেসবুক ফ্যানের সংখ্যা ১ কোটি হয়। যদিও এক কোটি ফ্যান পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে তবে এখন দুই বছরের কম সময়ে যোগ হলো আরো ৫০ লক্ষ ফ্যান ।