টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি স্থগিত করলেন মাস্ক

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্পাম আর ভুয়া অ্যাকাউন্টের কারণে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি স্থগিত করেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। হঠাৎ করেই শুক্রবার তিনি টুইটারের সঙ্গে করা এই সাময়িক স্থগিত চুক্তি করেন।

স্পাম আর ভুয়া অ্যাকাউন্টের কারণে এই চুক্তি স্থগিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

মাস্ক নিজেই এক টুইট বার্তায় লিখেছেন, স্প্যাম/জাল অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশ এরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে এমন হিসাব সমর্থন করে টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে মাস্কের এই ঘোষণার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২০ শতাংশ কমেছে।

এর আগে এপ্রিল মাসের শেষের দিকে মার্কিন ধনকুবের মাস্কের কাছেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে  টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।