আমাজনের কনজ্যুমার সিইও'র পদত্যাগ
ই-কমার্স জায়ান্ট আমাজনের ভোক্তা ব্যবসার প্রধান নির্বাহী (সিইও) ডেভিড ক্লার্কপদত্যাগ করছেন।
শুক্রবার (০৩ জুন) ক্লার্ক নিজেই টুইট করে এ কথা জানান। খবর আল-জাজিরার।
তিনি টুইট বার্তায় বলেন, আমাজনের সঙ্গে দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করতে পারা আমার জন্য সম্মানের ছিল। তবে আমার আবার নতুন করে শুরু করার সময় এসেছে।
আমাজনে নিজের দলকে পাঠানো ই-মেইলের একটি স্ক্রিনশটও টুইটারে শেয়ার করেছেন ডেভিড। যেখানে তিনি লেখেন, আমাজন ছেড়ে নিজের নতুন লক্ষ্য নিয়ে আমি আমার পরিবার এবং কাছের অন্যদের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু আমার দল যেন সাফল্য অর্জনে সক্ষম হয়, সেটি আগে নিশ্চিত করতে চেয়েছি।’
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ডেভিড ক্লার্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা ছাড়া আর কিছু জানায়নি আমাজন কর্তৃপক্ষও।
এ নিয়ে গেল দুদিনে প্রযুক্তি জগতের বড় দুই ‘তারকার’ প্রস্থান দেখল বিশ্ব।
ক্লার্কের প্রস্থান ইঙ্গিত দেয় যে আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি কোম্পানির ভোক্তা বিভাগে পরিবর্তন আনতে যাচ্ছেন।