পৌনে ৩ কোটি টাকা জরিমানা দিল তিন মোবাইল অপারেটর

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পৌনে ৩ কোটি টাকা জরিমানা দিল তিন মোবাইল অপারেটর

পৌনে ৩ কোটি টাকা জরিমানা দিল তিন মোবাইল অপারেটর

বেসরকারি তিনটি মোবাইল অপারেটর থেকে ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকার বেশি জরিমানা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ।

অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত করায় প্রশাসনিক জরিমানা বাবদ মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন থেকে ভ্যাটসহ যথাক্রমে ২ কোটি ১০ লাখ, ৫২ লাখ ৫০ হাজার এবং ১৫ লাখ ৭৫ হাজার টাকা করে আদায় করেছে বিটিআরসি।

বিজ্ঞাপন

গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবি পে-অর্ডারের মাধ্যমে জরিমানার এই অর্থ পরিশোধ করে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা অনুযায়ী গত ১০ এপিল ২০২২ তারিখে কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এর সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনার মহোদয়গণের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত মোতাবেক আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরসমূহকে নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন