ভারতে ভিভো ও অপোর বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ভারতে ভিভো ও অপোর বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

ভারতে ভিভো ও অপোর বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

  • Font increase
  • Font Decrease

চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো এবং অপোর বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ করেছে ভারতের বিভিন্ন সংস্থা। সম্প্রতি দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ভিভোর ভারতের ১০টি ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে।

এর আগে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কিছুদিন আগে চীনা মোবাইল সংস্থা ভিভো এবং এর সহযোগী একাধিক সংস্থার অন্তত ৪৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যেই সংস্থার দুই ডিরেক্টর ভারত ছেড়ে পালান।

যদিও গত ১৩ জুলাই দিল্লি হাইকোর্ট ভিভোকে তার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে লেনদেনের অনুমতি দেয়। তবে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক গ্যারান্টি বাবদ ৯৫০ কোটি টাকা জমা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এছাড়া সবসময় ভিভোর অ্যাকাউন্টে ২৫০ কোটি টাকা রাখতে হবে।

অন্যদিকে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) অপোর বিরুদ্ধে প্রায় চার কোটি ৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকির সন্ধান পেয়েছে। গত ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিবৃতি অনুসারে, ডিআরআই সম্প্রতি অপো ভারতীয় অফিস এবং এর বড় বড় কর্মকর্তাদের বাসায় অভিযান চালায়।

বিবিকে ইলেক্ট্রনিকস (BBK Technologies) নামে চীনা কোম্পানির মোবাইল ফোন ভিভো এবং অপো। এছাড়া তাদের রিয়েলমি, ওয়ানপ্লাস এবং আইকিউওও (IQOO) নামে মোবাইল ফোন রয়েছে।

বিবিকে ইলেক্ট্রনিকসের চীনের তুংকুয়ান ভিত্তিক বেসরকারিভাবে স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি। বিলিয়নেয়ার ডুয়ান ইয়ংপিং ১৯৯৫ সালে এর যাত্রা শুরু করেন। বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বড় ইলেকট্রনিক্স সাপ্লাই চেইনগুলির মধ্যে একটি। বিবিকে ইলেক্ট্রনিকস ভারতের কিছু জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলির পিছনে লুকানো নাম বলা হয়ে থাকে। অনেকেই ইয়ংপিংকে চীনা স্মার্টফোন শিল্পের জনক বলে মনে করেন।

বিবিকে ইলেক্টনিকস বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন করলেও কোম্পানিটির নাম সম্পর্কে অনেকেই জানে না। বিশ্লেষকরা মনে করেন, কোম্পানির নামের পরিবর্তে পণ্যের পরিচিতি করানো ইয়ংপিংকের ব্যবসায়ীক কৌশল।

   

৩ দিনের মোবাইল ডাটা চলবে ৭ দিন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মোবাইল ইন্টারনেটের তিনদিনের প্যাকেজ তুলে দেওয়া হলেও গ্রাহকের সুবিধার্থে তা সাতদিন মেয়াদে ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন -বিটিআরসি। নতুন নির্দেশিকা অনুযায়ী, ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদে প্যাকেজের নির্দেশিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্যাকেজের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৪০টি করা হয়েছে। এ নির্দেশিকা আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩’ সংক্রান্ত সভায় এই ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের প্যাকেজ ও ডাটার মূল্য সংক্রান্ত মতবিনিময় সভায় গ্রাহক জরিপের ফলাফল তুলে ধরে বিটিআরসির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছিম পারভেজ জানান, মোবাইল ফোন অপেরাটরের একাধিক প্যাকেজে গ্রাহকরা বিভ্রান্ত হয়ে যায়। ফলে আমরা কয়েকটি জরিপ করি। জরিপে অংশ নেয়া এক হাজার ৬০০ ডাটা ব্যবহারকারীর ৪৪ দশমিক ৫ শতাংশ বিদ্যমান পাঁচটি মেয়াদ বহাল রাখার পক্ষে মত দেয়। অপর দিকে ৫২ দশমিক ৯ শতাংশ গ্রাহক ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদের প্যাকেজের পক্ষে মত দেয়। সেই অনুযায়ী ৩ ও ১৫ দিনের মেয়াদ বাতিল করা হয়।

তবে বিটিআরসির নতুন এই নির্দেশিকায় ৩ দিনের ডাটা প্যাকেজ রাখা যায় কিনা তা পুনঃবিবেচনার অনুরোধ জানান মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) মহাপরিচালক লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার।

তিনি বলেন, ৩ দিনের ডাটা প্যাকেজ মোবাইল অপরেটরদের জন্য একটি লাভজনক প্যাকেজ। দেশে গ্রাহকদের গড়ে ৬৯ দশমিক ২৩ শতাংশ ৩ দিনের মেয়াদ ব্যবহার করেন। ৩ দশমিক ৮২ শতাংশের পছন্দ ১৫ দিনের মেয়াদ। সব দিক বিবেচনার প্যাকেজ গুলোর পুনঃমুল্যায়ন করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ জানাই।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ক্ষুদ্র মেয়াদ প্যাকেজ, বোনাস প্যাকেজ এসব নানাবিধ প্যাকেজ দেওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষ নানা ভাবে বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্তি টা অনেক বেশি ছিল, সেগুলো কমাতে কমাতে আমরা সর্ব শেষ যে যায়গাটাতে এসেছি আমরা ৪০ টা প্যাকেজ নির্ধারণ করেছি।মোবাইল অপরেটরদের প্রতি অনুরোধ এই ৪০ টা প্যাকেজের মধ্য থেকে ফাঁড়ি রাস্তা খুজে বের করে এটাকে ৪০০ বানায় ফেলবেন না।

তিনি বলেন, আমরা তিন দিনের যে মেয়াদ আছে সেটাকে ৭ দিনের করেছি। কারন ৩ দিনের মেয়াদের প্যাকেজটা গ্রাহক যদি ৭ দিনে ব্যবহার করতে পারে। তাহলে গ্রাহক তো উপকৃত হবে। গ্রাহক ৩ দিনে যে ডাটা শেষ করতে পারত না সেটা ৭ দিনে ব্যবহার করতে পারবে। তবে মোবাইল অপেরাটররা যদি ভাবে যে তিন দিনের মেয়াদ টা গ্রাহকদের টাকা গিলে ফেলার জন্য তৈরি করেছি। তাহলে এটা তো কোন অবস্থাতেই সঠিক বা গ্রহন যোগ্য না।

;

দাম কমল আইফোন ১৪ সিরিজের



টেক ডেস্ক, বার্তা২৪.কম
১০০ ডলার দাম কমেছে আইফোন ১৪ সিরিজের

১০০ ডলার দাম কমেছে আইফোন ১৪ সিরিজের

  • Font increase
  • Font Decrease

আইফোন ১৫ লঞ্চ হতেই দাম কমেছে আইফোন ১৪ সিরিজের। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন মডেলের আইফোন অর্ডার নেওয়া শুরু হচ্ছে।

এর মধ্যেই সিরিজটির দাম কমিয়েছে অ্যাপল কোম্পানি। ১০০ ডলার কমিয়ে আইফোন ১৪ সিরিজের দাম ৬৯৯ ও ৭৯৯ ডলার করা হয়েছে; যা বাংলাদেশি টাকায় যথাক্রমে ৭৭ হাজার ৩৭৬ ও ৮৮ হাজার ৪৪৬ টাকা। ২০২২ সালের সেপ্টেম্বরে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস লঞ্চ করেছিল অ্যাপল। ফোন দুটির দাম ছিল যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার।

এর আগে কখনও আইফোনের দাম এতটা কমানো হয়নি বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা।

গত ১২ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। এদিন রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। 

অ্যাপল কর্তৃপক্ষ জানান, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে রয়েছে অ্যাপলের এ১৭ বায়োনিক চিপসেট। এ ছাড়া এই দুই মডেলের ফ্রেমে স্টেইনলেস স্টিলের বদলে থাকছে টাইটানিয়াম চেসিস। এই ফোন দুটিতে আইফোনের সিগনেচার আইকনিক সাইলেন্ট সুইচের বদলে যুক্ত করা হয়েছে অ্যাকশন বাটন।

আইফোন ১৫ সিরিজ পাওয়া যাবে বাহারি রঙে। এরমধ্যে ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট, ব্লু ও ন্যাচারাল টাইটেনিয়াম রঙে পাওয়া যাবে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই দুই ফোনেই রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সুবিধা।

এই সিরিজের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। আইফোন ১৫ প্রো এর দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার। আর সর্বোচ্চ দাম হবে আইফোন ১৫ প্রো ম্যাক্সের। যা শুরু হবে ১ হাজার ১৯৯ ডলার থেকে।

২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলের বাজারে আসবে আইফোন ১৫ সিরিজ।

 

;

চমকে ভরপুর আইফোন ১৫



টেক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রযুক্তি পরাশক্তি অ্যাপল আইফোন সিরিজের ১৫ ও ১৫ প্লাস উন্মোচন করেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপল পার্কে আইফোন-১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা-২ উন্মোচিত হয়।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, আইফোনের নতুন এই সিরিজে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স ও মোবাইল গেমিংয়ে সহায়তা করবে। স্মার্ট ফোনের চার্জার দিয়েই আইফোন চার্জ দেওয়ার সুযোগ রয়েছে নতুন এ সিরিজটিতে।

বিশ্লেষক লুক ইন জানান, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম শেল ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহার করার কারণে আইফোন ১৫ প্রোর দাম বৃদ্ধি পাবে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫-৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।

বিপণন প্রধান গ্রেগ জোসওয়াক বলেন, টাইটানিয়ামের প্রো ব্যবহার এটিকে অন্যান্য ধাতুর পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় হালকা এবং শক্তিশালী করে তোলে। আইফোনের নতুন সিরিজসমূহ ভোক্তাদের মাঝে অ্যাপলের জনপ্রিয়তা এবং উন্মাদনাকে আরও প্রবল করে তুলতে পারে বলে মনে করছেন তিনি।

টেকনালাইসিস রিসার্চের প্রধান বব ও'ডোনেল বলেন, আইফোনের নতুন লাইনআপগুলো ভোক্তাদের জন্য স্থিতিশীল দামের বিস্ময়কর সুবিধা নিয়ে এসেছে। তিনি বলেন, আইফোন ১৫ এর দাম শুরু ৭৯৯ মার্কিন ডলার থেকে, আইফোন ১৫ প্লাসের দাম শুরু ৮৯৯ মার্কিন ডলার থেকে এবং প্রো সিরিজের দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে। প্রো ম্যাক্সের দাম ১১৯৯ মার্কিন ডলার থেকে শুরু হয়।

ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসের বিশ্লেষক ক্যারোলিনা মিলানেসি বলেন, ইউএসবি-সি শিফটসহ আরও কিছু ক্ষেত্রে আইফোন প্রোতে কিছু পার্থক্য আনা হয়েছে। এতে ডাটা স্থানান্তরের জন্য দ্রুত থ্রুপুট রয়েছে। যারা পেশাদার ভোক্তা তাদের জন্য ডিভাইসটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি।

;

উন্মোচন হলো ‘টাইপ সি’ চার্জারযুক্ত আইফোন ১৫



টেক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইফোন ১৫ সিরিজ উন্মোচন করল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। 

অ্যাপল জানিয়েছে, আইফোনের নতুন মডেলগুলোতে ‘টাইপ সি’ চার্জার ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে আইফোনে ‘টাইপ সি’ চার্জার যোগ করার দাবি করে আসছিলেন। অবশেষে ব্যবহারকারীদের দাবি পূরণ করে আইফোন ১৫-তে ‘টাইপ সি’ চার্জার যুক্ত করল অ্যাপল।

জানা গেছে, গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে। আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এই ফোন দুটি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালারে বাজারে পাওয়া যাবে।

আইফোন ১৫ প্রো’র ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ডলার। আর একই ভ্যারিয়েন্টের আইফোন ১৫ প্রো ম্যাক্স’র দাম নির্ধারণ করা হয়েছে ১১৯৯ ডলার।

আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে নতুন ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্তত ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এটি হাতে পাবেন বলে জানিয়েছে অ্যাপল। 

আইফোন ১৫ সিরিজের ডিভাইসগুলোর দাম

আইফোন ১৫ এর দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১৫ প্লাসের দাম শুরু হচ্ছে ৮৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১৫ প্রো ১০৯৯ ডলার থেকে। আর আইফোন ১৫ প্রো ম্যাক্স ১২৯৯ ডলার থেকে শুরু হবে।

;