ভারতে ভিভো ও অপোর বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতে ভিভো ও অপোর বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

ভারতে ভিভো ও অপোর বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো এবং অপোর বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ করেছে ভারতের বিভিন্ন সংস্থা। সম্প্রতি দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ভিভোর ভারতের ১০টি ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে।

এর আগে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কিছুদিন আগে চীনা মোবাইল সংস্থা ভিভো এবং এর সহযোগী একাধিক সংস্থার অন্তত ৪৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যেই সংস্থার দুই ডিরেক্টর ভারত ছেড়ে পালান।

বিজ্ঞাপন

যদিও গত ১৩ জুলাই দিল্লি হাইকোর্ট ভিভোকে তার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে লেনদেনের অনুমতি দেয়। তবে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক গ্যারান্টি বাবদ ৯৫০ কোটি টাকা জমা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এছাড়া সবসময় ভিভোর অ্যাকাউন্টে ২৫০ কোটি টাকা রাখতে হবে।

অন্যদিকে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) অপোর বিরুদ্ধে প্রায় চার কোটি ৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকির সন্ধান পেয়েছে। গত ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিবৃতি অনুসারে, ডিআরআই সম্প্রতি অপো ভারতীয় অফিস এবং এর বড় বড় কর্মকর্তাদের বাসায় অভিযান চালায়।

বিজ্ঞাপন

বিবিকে ইলেক্ট্রনিকস (BBK Technologies) নামে চীনা কোম্পানির মোবাইল ফোন ভিভো এবং অপো। এছাড়া তাদের রিয়েলমি, ওয়ানপ্লাস এবং আইকিউওও (IQOO) নামে মোবাইল ফোন রয়েছে।

বিবিকে ইলেক্ট্রনিকসের চীনের তুংকুয়ান ভিত্তিক বেসরকারিভাবে স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি। বিলিয়নেয়ার ডুয়ান ইয়ংপিং ১৯৯৫ সালে এর যাত্রা শুরু করেন। বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বড় ইলেকট্রনিক্স সাপ্লাই চেইনগুলির মধ্যে একটি। বিবিকে ইলেক্ট্রনিকস ভারতের কিছু জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলির পিছনে লুকানো নাম বলা হয়ে থাকে। অনেকেই ইয়ংপিংকে চীনা স্মার্টফোন শিল্পের জনক বলে মনে করেন।

বিবিকে ইলেক্টনিকস বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন করলেও কোম্পানিটির নাম সম্পর্কে অনেকেই জানে না। বিশ্লেষকরা মনে করেন, কোম্পানির নামের পরিবর্তে পণ্যের পরিচিতি করানো ইয়ংপিংকের ব্যবসায়ীক কৌশল।