নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
২৬০ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ট্রান্সপারেন্ট ফোন লঞ্চ করবে নোকিয়া
প্রথম আইপি৬৯ সমৃদ্ধ ফোন রিয়েলমি সি৭৫: পানির নিচে সচল থাকবে ১০ দিন!
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন!
রিয়েলমি’র ইন্ডাস্ট্রি-সেরা আইপি রেটিং সমৃদ্ধ নতুন পানিরোধী স্মার্টফোন আনার গুঞ্জন
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে তাদের ইকোসিস্টেম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই ইকোসিস্টেমের অংশ হিসেবে তিনটি অত্যাধুনিক ডিভাইস– ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ ও ওয়ানপ্লাস বাডস প্রো ৩ উন্মোচন করা হয়েছে। ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ বাজারে পাওয়া গেলেও কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। এটি বাংলাদেশে চালু হওয়া কোনো স্মার্টফোন প্রতিষ্ঠানের সমন্বিত আইওটি ইকোসিস্টেমগুলোর একটি, যা ব্যবহারকারীদের উদ্ভাবন ও সংযোগের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। এই ডিভাইসগুলো নিরবচ্ছিন্ন সংযোগ, হাই পারফর্মেন্স, অত্যাধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করবে।
ওয়ানপ্লাস প্যাড ২: সহজ জীবনযাপনের জন্য
ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেট প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এর স্লিক, পাতলা নিম্বাস গ্রে অল-মেটাল ইউনিবডি ডিজাইন অত্যন্ত স্টাইলিশ ও কার্যকর। স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্ল্যাটফর্ম চালিত এই ট্যাবলেটটিতে রয়েছে ১২.১-ইঞ্চি থ্রি-কে ডিসপ্লে ও ছয়টি স্টেরিও স্পিকার; যা একটি চমৎকার সামগ্রিক অভিজ্ঞতা দেবে।
প্রোডাকটিভিটি ও ক্রিয়েটিভিটি বাড়াতে এতে রয়েছে ওপেন ক্যানভাস, যার মধ্যে রয়েছে স্প্লিট স্ক্রিন মাল্টিটাস্কিং সেটআপ। এ ছাড়াও এআই টুলবক্সে রয়েছে মাল্টিটাস্কিংয়ের জন্য এআই স্পিক, নোট লেখার জন্য রেকর্ডিং সামারি এবং কনটেন্ট তৈরির জন্য এআই রাইটার ফিচার। ৯৫১০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ওয়ানপ্লাস স্মার্ট কিবোর্ড ও স্টাইলো ২ এর মতো সহযোগী ডিভাইসগুলো এর কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে। প্যাডটির দাম ৫৯,৯৯৯ টাকা। আর আলাদাভাবে এই প্যাডের স্মার্ট কিবোর্ডটির দাম ১০,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস ওয়াচ ২: সময়ের সঙ্গী
টেকসই ও মার্জিত ডিজাইনের স্মার্টওয়াচ ওয়ানপ্লাস ওয়াচ ২ ব্ল্যাক স্টিল রঙে বাজারে পাওয়া যাচ্ছে । এর মূল্য ২৯,৯৯৯ টাকা। উন্নত হেলথ ট্র্যাকিং ফিচারসহ স্মার্টওয়াচটি ব্যবহারকারীদের সুস্থতার লক্ষ্য অর্জনে সহায়তা করে। এসব ফিচার রিয়েল-টাইম হার্টরেট, রক্তে অক্সিজেনের পরিমাণ, ঘুমের ধরন এবং স্ট্রেস লেভেল জানিয়ে দেয়। ব্যহারকারীরা এসব ফিচারের সাহায্যে তাদের সুস্বাস্থ্যের বিষয়গুলো দেখভাল করতে পারেন।
স্ন্যাপড্রাগন ডাব্লিউ৫ জেন ১ চালিত এই ডিভাইসটি স্মার্ট ও উন্নত পার্ফমেন্সের সাথে ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাহায্যে ১০০ ঘণ্টা ব্যাটারি লাইফ দেবে। ১.৪৩-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ২ জিবি র্যামের একটি কার্যকরী পার্ফমেন্সের নিশ্চয়তা পাওয়া যায় ডিভাইসটিতে। গুগলের ওয়্যার ওএস চালিত ডিভাইসটি ওয়ানপ্লাস ইকোসিস্টেমের অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযোগ গঠিয়ে নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল এবং জিপিএস নেভিগেশন নিশ্চিত করে।
ওয়ানপ্লাস বাডস প্রো ৩: নিখুঁত অডিও অভিজ্ঞতা
অডিও অভিজ্ঞতাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে দ্রুতই বাজারে আসছে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। মিডনাইট ওপাস ও লুনার রেডিয়েন্স রঙে বাজারে পাওয়া যাবে ইয়ারবাডটি। এতে রয়েছে স্প্যাশিয়াল অডিও, রিয়েল-টাইম অ্যাডাপটিভ এএনসি, ৪৩ ঘণ্টা ব্যাটারি লাইফ ও হেড ট্র্যাকিং এর মতো ফিচার।
১১মিমি উফার এবং ৬মিমি টুইটার এর মাধ্যমে এটি ইমারসিভ সাউন্ড প্রদান করে। গুগল ফাস্ট পেয়ার প্রযুক্তির সাহায্যে এটি নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে।
সমন্বিত ইকোসিস্টেম: ডিভাইসের মধ্যে সীমাহীন সংযোগ
ওয়ানপ্লাস প্যাড ২, ওয়াচ ২ এবং বাডস প্রো ৩ একসঙ্গে ব্যবহারকারীদের জন্য একটি সংযুক্ত এবং কার্যকর ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করে। সিঙ্কড নোটিফিকেশন, ক্রস-ডিভাইস মিডিয়া কন্ট্রোল ও সহজ ফাইল শেয়ারিং এর মতো ফিচার ব্যবহারকারীদের প্রোডাকটিভিটি বাড়াবে ও বিনোদনের অভিজ্ঞতা উন্নত করবে।
যেখানে পাওয়া যাচ্ছে
ওয়ানপ্লাস প্যাড ২ ও ওয়াচ ২ ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ও এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনে পিকাবু, দারাজ ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকেও পণ্যগুলো অর্ডার করা যাবে। বাডস প্রো ৩ এর বাজারে আসার তারিখ ও মূল্য শীঘ্রই ঘোষণা করা হবে। ওয়ানপ্লাস-এর সকল পণ্য ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাবে।
মিড-বাজেটের স্মার্টফোনের বাজারে সম্পূর্ণ ধুলা ও পানিরোধী ডিভাইস সি৭৫ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ডিভাইসে রয়েছে আইপি৬৯ রেটিং, যা একই দামের ফোনের ক্যাটাগরিতে অত্যন্ত বিরল। আইপি৬৯ ফোনকে পরিপূর্ণভাবে ধুলা, পানি, তাপমাত্রা ও উচ্চ-চাপের পানির জেট থেকে বাঁচিয়ে এর সুরক্ষা মান নিশ্চিত করে।
আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ এর সমন্বয়ে মজবুত ও সুরক্ষিত কাঠামো নিয়ে রিয়েলমি সি৭৫ ডিজাইন করা হয়েছে। এটি সম্পূর্ণ ধূলা ও পানিরোধী, যার ফলে ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা কিংবা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন পর্যন্ত অক্ষত থাকতে পারে। গাড়ি ধোয়া, ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতেও এই ফোনটি সহজেই টিকে থাকতে সক্ষম। এছাড়া এর উন্নত সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি শব্দতরঙ্গ ব্যবহার করে কার্যকরভাবে পানি অপসারণ করে ফোনের কার্যক্ষমতা বাড়ায়।
পতন-প্রতিরোধী পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি সি৭৫ তার ক্যাটাগরিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন, যা প্রত্যাশার বাইরেও গিয়ে ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অসাধারণ স্থায়িত্ব। ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে। উন্নত আর্মরশেল গ্লাস থাকার কারণে এটি টেকসই ও মজবুত ডিভাইস হিসেবে আদর্শ।
৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির অসাধারণ সমন্বয় রিয়েলমি সি৭৫-কে করে তুলেছে অনন্য। মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০% পর্যন্ত চার্জ করা যায়। এমনকি -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতেও ফোনটি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। ৮ জিবি + ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র্যামের কারণে রিয়েলমি সি৭৫ ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং এবং অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে আরও মসৃণ এবং দ্রুততর করে তুলেছে।
প্রাকৃতিক উপাদানের শক্তি ও দৃঢ়তা থেকে অনুপ্রাণিত হয়ে রিয়েলমি সি৭৫ ডিভাইসকে দুটি আকর্ষণীয় রঙে বাজারে আনা হয়েছে: লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক। টেকসই কাঠামোর মাধ্যমে সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি ফোনটি এর চমৎকার দৃঢ়তার প্রতীক হিসেবেও নজর কাড়ে।
দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৭৫: ১২৮জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র্যাম) এবং ২৫৬জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র্যাম) যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা। স্মার্টফোনপ্রেমীরা এখন লিঙ্কে গিয়ে রিয়েলমি সি৭৫ প্রি-অর্ডার করতে পারেন মাত্র ১৯,৯৯৯ টাকায়। প্রি-অর্ডারে রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ১ লাখ টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা। এছাড়া একটি বিশেষ ‘একটি কিনলে-একটি ফ্রি’ অফারও রয়েছে।
এছাড়াও, সকল গ্রাহক পাচ্ছেন ১ বছরের ওয়াটারপ্রুফ ও স্ক্রিন প্রটেক্টর ওয়ারেন্টি। বাংলালিংক গ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে ১৮জিবি ইন্টারনেটের বিশেষ বোনাস।
রিয়েলমি সি৭৫ এর প্রি-বুকিং সম্পর্কে জানতে এবং আপডেট পেতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ভিজিট করতে পারেন।
ভারতীয় বাজারে নোকিয়া শীঘ্রই ট্রান্সপারেন্ট ফোন লঞ্চ কতে যাচ্ছে। জানা গেছে নোকিয়া কোম্পানি শীঘ্রই ভারতে এমন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং এটিতে প্রচুর উন্নত ফিচার থাকবে। নোকিয়া ট্রান্সপারেন্ট ফোন ৫জি (Nokia Transparent Phone 5G) নামে এই ফোনটি নিয়ে বড় খবর সামনে এসেছে।
জানা গেছে, নোকিয়া ট্রান্সপারেন্ট ফোন ৫জি (Nokia Transparent Phone 5G)। এটি একটি ৫জি স্মার্টফোন। এই ফোনের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ ডিসপ্লে থাকবে। এই ফোনের স্ক্রিনে কাজ করার সময় ভিতরের অংশও দেখা যাবে। ফোনটিতে একটি অত্যাধুনিক প্রসেসর দেওয়া হবে, যা হবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর।
নোকিয়া কোম্পানির Nokia Transparent Phone 5G তে ২৬০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের ক্যামেরার সাহায্যে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও রেকর্ড করা যাবে।
তবে নোকিয়া কোম্পানির Nokia Transparent Phone 5G-এর দাম সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এছাড়া এই ফোনটির লঞ্চিং ডেট সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি। তবে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। লঞ্চের পর এটি অনলাইন বা অফলাইন যেকোনো মাধ্যম থেকে কেনা যাবে।
মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানিয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ১২টায় বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন।
ডাউনডিটেক্টর ডটকম জানায়, ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এছাড়া, ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১০ হাজারেরও বেশি। এছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পাড়ছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।
ডাউনডিটেক্টর বলছে, মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।
ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখাচ্ছে, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।
ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখাচ্ছে, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রযুক্তিগত কারণে চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার বিভিন্ন পরিষেবা ব্যহত হয়েছে। কয়েক ঘণ্টা অচল হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস।