হোমওয়ার্ক করতে ৬ বছরের শিশুকে সাহায্য করলো অ্যালেক্সা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্মার্ট স্পিকার অ্যালেক্সাতে  কথা বলে রীতিমত হোমওয়ার্ক করে ফেলেছে ৬ বছর বয়সী এক শিশু

সম্প্রতি নিউজার্সিতে এই ঘটনা ঘটে আর সেই ঘটনাটি ভিডিওতে ধারণ করে টুইটারে আপলোড করেছেন তার মা ইলেলিন কিউভা। 

বিজ্ঞাপন

নিউজার্সির সেই শিশু  হোমওয়ার্ক করার সময় অ্যালেক্সাকে প্রশ্ন করেছে, ৫ থেকে ৩ বাদ দিলে কত হয়? যথারীতি অ্যালেক্সা তাকে সঠিক উত্তর দিয়ে সহায়তা করেছে। কৃতজ্ঞতা প্রকাশে শিশুটিও ধন্যবাদ জানিয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটিকে।

শিশুটির মা জানান, অন্যান্য দিনের মতোই সে তার হোমওয়ার্ক করছিলো। আমি বসার ঘরে ছিলাম। এ সময় শুনতে পাই সে অ্যালেক্সাকে গাণিতিক সমস্যার সমাধান জিজ্ঞেস করছে। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি।

বিজ্ঞাপন

তবে ক্যালকুলেটর না টিপে শুধু প্রশ্ন করেই ভয়েস অ্যাসিস্ট্যান্টটির কাছ থেকে সমাধান পেয়ে যাচ্ছে শিশুরা। এতে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে।

এক পরীক্ষায় দেখা গেছে, অ্যালেক্সা ক্লাস টুয়ের অংকেরও নির্ভুল সমাধান দিতে পারে।

এই ক্রিসমাসে লাখ লাখ অ্যামাজন ডিভাইস বিক্রি হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, অ্যালেক্সার উপর শিশুদের নির্ভরশীলতা আরও বাড়বে।

এর আগে অ্যালেক্সা ব্যবহার করে অনলাইনে ফল অর্ডার করেছে এক আফ্রিকান তোতা। মালিকের কণ্ঠস্বর নকল করে ব্রোকলি, তরমুজ, আইসক্রিম  কিশমিশ, ঘুড়ি ও বাল্ব অর্ডার করে সে। গোপন এসব কেনাকাটার কথা অতি সম্প্রতি জেনেছে তার মালিক। রকো নামের সেই তোতা অ্যালেক্সার মাধ্যমে গান চালু করতেও ওস্তাদ।