অভিনন্দন জানানো হলো মোস্তফা জব্বারকে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন সংস্থা, অধিদপ্তর ও প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নব নিযুক্ত মন্ত্রী জনাব মোস্তাফা জব্বারকে ।
সোমবার(৭ জানুয়ারি)  মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ শেষে বিকেল সাড়ে চারটায়  সচিবালয়ে আসার পর তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব শ্যাম সুন্দর সিকদার ।

পরে ওয়াল্টন ও নগদসহ  বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়।

বিজ্ঞাপন

এর আগে রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ও দপ্তর জানান।

এতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলকের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় এসেছেন মোস্তাফা জব্বার আর পলক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।