লামুদি অধিগ্রহণ করলো বিপ্রপার্টি

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিপ্রপার্টি ডটকম এর সিইও মার্ক নসওয়ার্দি, ছবি: বার্তা২৪

বিপ্রপার্টি ডটকম এর সিইও মার্ক নসওয়ার্দি, ছবি: বার্তা২৪

প্রপার্টি পোর্টাল লামুদি ডটকম ডটবিডি অধিগ্রহণ করার ঘোষণা দিয়েছে দেশের একমাত্র অনলাইন রিয়েল এস্টেট মার্কেটপ্লেস এবং এ বিষয়ে সম্পর্কিত যাবতীয় সার্ভিস প্রদানকারী কোম্পানির বিপ্রপার্টি ডটকম।

মঙ্গলবার (৮ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে এ সম্পর্কে ঘোষণা দেন বিপ্রপার্টি ডটকম এর সিইও মার্ক নসওয়ার্দি। তিনি জানান এখন থেকে লামুদি ডটকম এর গ্রাহকরা এবং রিয়েল এস্টেট ডেভেলপাররা বিপ্রপার্টি ডটকম এর সব ধরনের সার্ভিস ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

মার্ক নসওয়ার্দি বলেন, 'রিয়েল এস্টেট খাতে গত কয়েক বছরে দ্রুততার সাথে গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে গেছে বিপ্রপার্টি ডটকম এই খাতে গ্রাহকরা যেন প্রপার্টি সম্পর্কিত যে কোন প্রয়োজনে নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারেন সেটাই বিপ্রপার্টি ডটকম এর মূল লক্ষ্য। আর বাংলাদেশের লামুদি অধিগ্রহণের মাধ্যমে তাদের লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে গেল। দেশের বিভিন্ন অঞ্চলে থাকা বিপ্রপার্টি ডটকম এর সেলস অফিস গুলোতে গ্রাহকরা কোন প্রপার্টি সম্বন্ধে সঠিক তথ্য পেয়ে থাকেন এছাড়া এই অফিসগুলোতে বিপ্রপার্টি প্রতিনিধিরা গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের প্রপার্টি সম্পর্কিত সব সমস্যা নিরসনের চেষ্টা করেন। ফলে ক্রেতা-বিক্রেতা বাড়িওয়ালা ভাড়াটিয়া সবাই প্রপার্টি বিষয়ে তাদের নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারেন।'

তিনি আরও বলেন, 'ভাড়া দেয়া ও বিক্রি করার জন্য বর্তমানে ২৫ হাজারেরও বেশি প্রপার্টি তথ্য দেয়া আছে বিপ্রপার্টি ডটকমের ওয়েবসাইটে। ফলে গ্রাহকরা যেমন সহজেই তাদের পছন্দমত প্রপার্টি বেছে নেয়ার সুবিধা পাচ্ছেন তিনি বাড়িওয়ালারা ও সহজে তাদের বাড়ি বিক্রি ভাড়া দেয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে এই চুক্তিটি এক মাইলফলক। রিয়েল এস্টেট সম্পর্কে গ্রাহকদের ধারণা ও পরামর্শ দেয়ার মাধ্যমে মার্কেট সম্বন্ধে তাদের সচেতন রাখে। এছাড়া এই কাজগুলো করা হয় সম্পূর্ণ স্বচ্ছতার সাথে যাতে গ্রাহকদের প্রপার্টি কেনাবেচার ক্ষেত্রে কোন ধরনের সমস্যায় পড়তে না হয়। সবাই যেন এ ধরণের সার্ভিস পায় সেটা নিশ্চিত করার মাধ্যমে রিয়েল এস্টেট খাতে গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি করা সম্ভব যা এই খাতের উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

বিজ্ঞাপন