কল ড্রপ নিয়ে গ্রামীণফোনকে শোকজ
কল ড্রপ নিয়ে মোবাইল টেলিকম অপারেটর গ্রামীণফোনকে কারণ দর্শাও নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার (৩ জুলাই) সরকারের এআইভিত্তিক প্ল্যাটফর্ম জি-ব্রেইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, কল ড্রপ নিয়ে দেশব্যাপী মনিটরিং শুরু হয়েছে। এ ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় হলেই বড় অংকের জরিমানা গুনতে হবে মোবাইল অপারেটরদেরকে। কারণ কল ড্রপের ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে বিটিআরসি।
ডাক বিভাগের ৫৫ কোটি টাকার দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তদের চাকরিচ্যুতির পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত রোববার বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সেবার মান সংক্রান্ত বৈঠকে প্রতিমন্ত্রী কল ড্রপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মোবাইল ফোন ও টেলিযোগাযোগ সেবা এখন আমাদের জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। কল ড্রপ নিয়ে গ্রাহকদের অসন্তোষের শেষ নেই। আগামী ৬ মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে কল ড্রপ উল্লেখযোগ্য পরিমানে কমিয়ে আনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল অপারেটরেরা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। গ্রাহকরা সব জায়গায় একই মানের ফোরজি সেবাও পাচ্ছেন না।