গ্রাহক প্রতি ১২ শতাংশ ডেটার ব্যবহার বেড়েছে রবির

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রবি

রবি

দেশে ক্রমবর্ধমান হারে ডেটার ব্যবহার বাড়ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক হিসাব বলছে, দেশে মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ১২ লাখ। এর মধ্যে মোবাইল গ্রাহকই ১২ কোটি ৭৮ লাখ। রবির দ্বিতীয় প্রান্তিকের এক আর্থিক প্রতিবেদনে মোবাইলে ইন্টারনেট গ্রাহক বাড়ার সত্যতা মিলেছে। ওই হিসাব মতে গত এক বছরে গ্রাহক প্রতি ডেটার গড় ব্যবহার বেড়েছে ১২ শতাংশ।

প্রতিবেদন বলছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভয়েস এবং ইন্টারনেট সেবা থেকে আয় বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৭ শতাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভয়েস এবং ডেটা খাতে আয় বৃদ্ধি পেয়েছে যথাক্রমে শূন্য দশমিক ৬ শতাংশ এবং ১২ দশমিক ৭ শতাংশ, আর একই সময়ের ব্যবধানে প্রতি মাসে গ্রাহক প্রতি গড় ডেটা ব্যবহার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ, যার মধ্যে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৪ লাখ এবং ফোরজি গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ। রবির মোট সক্রিয় গ্রাহকের ৭৬ দশমিক ৩ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এবং ৬৩ শতাংশ ব্যবহারকারী ফোরজি সেবা নিয়ে থাকে।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে রবির আয় ২ হাজার ৬০৪ কোটি টাকা, চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে যা ৩ দশমিক ৫ শতাংশ বেশি; গত বছরের একই প্রান্তিকের তুলনায় আয়ের প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ।

বিজ্ঞাপন

দ্বিতীয় প্রান্তিকে রবির কর পরবর্তী (পিএটি) মুনাফা ১০৭ দশমিক ৫ কোটি টাকা এবং চলতি বছরের প্রথম প্রান্তিকসহ বছরের প্রথম ছয় মাসে রবির কর পরবর্তী (পিএটি) মুনাফা ২১৪ দশমিক ২ কোটি টাকায় পৌঁছেছে। একইসাথে ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে শূন্য দশমিক ২১ টাকায় পৌঁছেছে এবং গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৩৪১ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে ৩২৫টি নতুন ফোরজি সাইট নেটওয়ার্কে যুক্ত করার মধ্য দিয়ে রবি ১৭ হাজার ৭১৫টি ফোরজি সাইট দিয়ে দেশের ৯৮ দশমিক ৯৩ শতাংশ জনগণের জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করেছে।

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, রাজীব শেঠি বলেন, অর্থনৈতিক ও রেগুলেটরি চ্যালেঞ্জ সত্ত্বেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পারায় আমরা আনন্দিত। গ্রাহকদের ডেটা ব্যবহারের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি মাথায় রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আমরা নেটওয়ার্কে বিনিয়োগ অব্যাহত রেখেছি। দুর্ভাগ্যবশত, মুদ্রা বিনিময় হার সামঞ্জস্যে ক্রলিং পেগ পদ্ধতি প্রবর্তন এবং ক্রমবর্ধমান সুদের হারের কারণে ঋণের খরচ বেড়ে যাওয়ায় কর পরবর্তী মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে, দক্ষ খরচ ব্যবস্থাপনার উপর ফোকাস থাকা সত্ত্বেও।