অব্যবহৃত সিমের মেয়াদ বাড়ানো যাবে টাকা দিয়ে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অব্যবহৃত সিমের মেয়াদ টাকা দিয়ে বাড়ানোর সুযোগ তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। নতুন এই নিয়ম অচিরেই কার্যকর করছে।

আগের নিয়ম অনুযায়ী, সিম রিসাইক্লিংয়ের সময় ৪৮০ দিন। এরপর ওই সিমটি নিষ্ক্রিয় হয়ে যায়। মেয়াদের পরেও যদি কেউ ওই সিম নিজের নামে রাখতে চান তাহলে নির্দিষ্ট ফি দিয়ে তা সচল রাখা যাবে। ২ বছর মেয়াদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এর সঙ্গে ট্যাক্সও যোগ হবে।

বিজ্ঞাপন

৩ বছর মেয়াদের জন্য ফি দিতে হবে ৪৭৫ টাকা, সেই সাথে কর যুক্ত হবে। তবে এই মেয়াদ বাড়ানোর জন্য মোবাইল অপারেটরেরা ডেটা ও ভয়েস কলের কোনো ধরনের অফার দেওয়া যাবে না।

এদিকে বিটিআরসি একই সাথে অব্যবহৃত সিমের মেয়াদ কমিয়ে দিচ্ছে। এখন রিসাইক্লিংয়ের সময় (অব্যবহৃত সিম পুনরায় বিক্রি) ১১ মাস করছে। এর সাথে এক মাসের নোটিশ পিরিয়ড যোগ হচ্ছে।