শুরুতেই ৫ সংস্করণ
একটি নয় দুটি নয়, শুরুতেই ৫ টি সংস্করণের ফোন আনতে যাচ্ছে অপ্পো এর সাবব্রান্ড রেনো। অনলাইনে ফাস হওয়া পেটেন্ট লিস্ট থেকে সিরিজটির ৫ টি সংস্করণের ব্যাপারে জানা যায়।
রেনো প্রো, রেনো প্লাস, রেনো জুম, রেনো লাইট ও রেনো ইউথ নামে ৫টি ফোন আনতে যাচ্ছে অপ্পো।
ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস ও ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস ইউকে-তে অপ্পো মোবাইল টেলিকমিউনিকেশনের দাখিল করা পেটেন্টের আবেদনপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
পেটেন্ট লিস্ট অনুযায়ী, রেনো প্রো সংস্করণে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর, এতে থাকবে সুপারভোক ফ্ল্যাশ চার্জিং ফিচার ও ফাইভজি সুবিধা।
অপ্পো রেনো প্লাসে থাকতে পারে ৪৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
রেনো জুম ফোনটিতে দেখা মিলতে পারে অপ্পোর ১০ এক্স হাইব্রিড জুম প্রযুক্তির।
অপ্পো রেনো ইউথ ও রেনো লাইট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। নাম শুনে ধারণা করা হচ্ছে,তরুণদের টার্গেট করে বানানো ফোনগুলো বাকি সংস্করণগুলোর চেয়ে দাম কম হবে।
৫ সংস্করণের প্রত্যেকটি ফোনই হয়তো বাজারে আসবে না। কারণ ফোনের নামের স্বত্ত নিয়ে নেওয়া মানে এই নয় যে সব ফোনই আলোর মুখ দেখবে।
হতে পারে রেনো প্রো ও রেনো জুম একই ফোন। অপ্পো রেনো ইউথ ও রেনো লাইটের বেলায়ও একই বিষয় ঘটতে পারে।
তাই এই রেনো সিরিজ নিয়ে বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।