স্যামসাংয়ে দৃষ্টিনন্দন ব্যাটারি ইনডিকেটর

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দৃষ্টিনন্দন ব্যাটারি ইনডিকেটর, ছবি: সংগৃহীত

দৃষ্টিনন্দন ব্যাটারি ইনডিকেটর, ছবি: সংগৃহীত

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (২০১৯) স্যামসাং গ্যালাক্সি এস ১০, ১০ই, ১০ প্লাস এবং বাজারে প্রথম ফোল্ডেবল ফোন এনে রীতিমত ঝড় তুলেছে প্রযুক্তি পাড়ায়।

আর এই এস১০ সিরিজের ফোন সম্পর্কে প্রতিদিন ওয়েবগুলোতে দেখা যাচ্ছে নিত্যনতুন রিভিউ। স্যামসাং এস ১০ এ উপরে ডান পাশে আছে ক্যামেরা হোল। যা এখন ব্যবহৃত হচ্ছে ব্যাটারি ইনডিকেটর হিসেবে।

বিজ্ঞাপন

মূলত আপনার ‘এস ১০’ এ গুগল প্লে-স্টোর থেকে ‘এনার্জি রিং’ অ্যাপটি ডাউনলোড করে নিলে ক্যামেরা ল্যান্সটি কাজ করবে ব্যাটারি ইন্ডিকেটর হিসেবে।

ইনডিকেটরে তিনটি ভিন্ন রঙে থেকে জানা যাবে ফোনের ব্যাটারি পারসেন্টেজ সম্পর্কে। যেখানে ক্যামেরা হোলটি উজ্জ্বল হয়ে থাকবে তিন রঙের মিশেলে।

বিজ্ঞাপন

এরম মধ্যে ৭৬-১০০% সবুজ, ৫১-৭৫% নীল এবং ২৫% এর নিচে হলে নীল এই তিনটি রঙের মাধ্যমে জানান দিবে ব্যাটারির চার্জ সম্পর্কে। কিন্তু ব্যবহারকারী চাইলে ক্যামেরা হোলের পরিবর্তে ফুল স্ক্রিনেও দেখতে পারবেন ব্যাটারি পারসেন্টেজ।

ব্যবহারকারীদের মতে নতুন এই সংস্করণ রঙিন ব্যাটারি ইনডিকেটর ফোনে বাড়তি নান্দনিকতা যোগ করেছে।

সূত্রঃ জি-চায়না।