ওয়ানপ্লাস ৭ এবং ৭ প্রো আসছে ত্রিপল ক্যামেরা সেটআপে

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়ানপ্লাসের নতুন মডেল, ছবি: সংগৃহীত

ওয়ানপ্লাসের নতুন মডেল, ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে উন্নত মানের ক্যামেরার জন্য ওয়ানপ্লাস স্মার্টফোনের সুনাম আছে। আর তারই ধারাবাহিকতায় আরও ভালো পারফরম্যান্স দিতে বাজারে আসছে ওয়ান প্লাস ৭ এবং ৭ প্রো মডেলের দুটি ফোন।

ওয়ান প্লাসের এটিই প্রথম ত্রিপল ক্যামেরা সেট আপের স্মার্টফোন। আর এতে সেলফি ক্যামেরায় থাকছে ট্রেন্ডি পপআপ সেলফি ক্যামেরা।

বিজ্ঞাপন

ডিসপ্লে

ওএলইডি ডিসপ্লের ওয়ান প্লাস পাওয়া যাবে স্টাইলিশ কার্ভ বডিতে। তবে ৬.৬৭ ইঞ্চির ৭প্রো-তে থাকছে সুপার অপটিক ডিসপ্লে। আর নচবিহীন লার্জ ভিউর ডিসপ্লেতে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

বিজ্ঞাপন

হার্ডওয়্যার

এর কর্মক্ষমতা বৃদ্ধি করতে থাকছে সবচেয়ে দ্রুতগতির ৮৫৫ স্ন্যাপড্রাগন প্রসেসর। হেব্বি ইউজারদের চাপ সামলাতে ৮জিবি র‍্যামের সাথে থাকছে ২৫৬জিবির লার্জ ইন্টারনাল মেমোরি।

সফটওয়্যার

অ্যান্ড্রয়েড ভার্সন ৯পাই অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকছে ওয়ানপ্লাসের নিজস্ব ৯.৫ অক্সিজেন অপারেটিং সিস্টেম।

ক্যামেরা

ওয়ানপ্লাস ৭ এবং ৭ প্রো’র ত্রিপল ক্যামেরা সেট আপে থাকছে ৪৫ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে ১৬ এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স। ফোনটিতে সনির’র আইএমএক্স ৫৮৬ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হবে।

মূল্য

ধারণা করা হচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে ওয়ানপ্লাস ৭ এবং ৭ প্রো অবমুক্ত করা হবে। তবে এর বাজারমূল্য কত হবে তা এখনো জানা যায়নি।