জিমেইলের নিরাপত্তায় গুগলের ‘স্মার্ট কি’

  • আইসিটি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আচ্ছা আমার জিমেইল এর পাসওয়ার্ড তো আমার বন্ধু জানে, ভুলে পাবলিক কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করে এসেছি, এখন?

ঠিক এরকম সমস্যা এড়াতে এবং গুগল অ্যাকাউন্টে নিরাপত্তা আরো জোরদার করতে নতুন ফিচার যুক্ত করেছে গুগল।

বিজ্ঞাপন

এই ফিচারটি অন করে নিলেই অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে নোটিফিকেশন চলে আসবে স্মার্টফোনে এবং তখন ব্যবহারকারী যদি তা নিশ্চিত করে তবেই লগইন হবে।

যদিও গুগলের টু-ওয়ে ভেরিফিকেশন সিস্টেম চালু আছে। তবে মূলত এই ফিচারকে বলা হচ্ছে ‘স্মার্ট কি’ ফিচার। এতে করে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসই হয়ে উঠবে নিরাপত্তার চাবি।

বিজ্ঞাপন

এই ফিচারটি চালু করতে হলে ক্রোম, উইন্ডোজ অথবা ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেম থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।

১. প্রথমে গুগল অ্যাকাউন্ট থেকে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ অপশনে যেতে হবে।

২. এসময় আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি আপনার হাতের কাছেই রাখুন।

৩. তারপর ‘অ্যাড সিকিউরিটি কি’ অপশনে ক্লিক করুন।

মূলত এই ফিচারটি চালু করে রাখলে অন্য কেউ আর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। শুধুমাত্র ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ডিভাইসটি থেকে ‘নো’ ক্লিক করলেই অন্য কেউ চাইলেও অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না।

সূত্র: দ্যা ভার্জ।