প্লে স্টোরে অ্যাপস বিক্রি করতে পারবে বাংলাদেশী ডেভেলপাররা

  • সেন্ট্রাল ডেস্ক ১
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ডেভেলপারদের জন্য প্লে স্টোরে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা উন্মুক্ত করে দিয়েছে গুগল। ফলে বাংলাদেশের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপাররা এখন প্লে স্টোরে অ্যাপস বিক্রি করতে পারবেন। এতদিন বাংলাদেশের ডেভেলপারদের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ না থাকায় প্লে স্টোরে শুধুমাত্র ফ্রি অ্যাপস পাবলিশ করতে পারত। তবে এখন থেকে তারা পেইড অ্যাপস প্লে স্টোরে উন্মুক্ত করতে পারবে। গুগল প্লে স্টোরে নিজেই অ্যাপ বিক্রি করতে পারায় দেশের ডেভেলপাররা নতুন ও বৈচিত্র্যময় অ্যাপ ডেভেলপমেন্টে উৎসাহী হবে। এছাড়া ব্যবহারকারীদের জন্য দারুণ সব দেশি অ্যাপ ব্যবহার সুযোগ সৃষ্টি হবে।