গ্যালারি গো'র আকর্ষণীয় ফিচারগুলো
লো কনফিগারেশনের অ্যান্ড্রয়েড ফোনে স্টোরেজ এবং র্যাম থাকা স্বত্তেও দেখা যায় একটু বড় সাইজের কোন অ্যাপ ইউস করতে গেলে ফোন স্লো হয়ে যায়। তাই এরকম সমস্যার সমাধান দিতে গুগল ‘গ্যালারি গো’ নামের একটি লাইট ভার্সন অ্যাপ চালু করেছে।
মূলত, অ্যান্ড্রয়েড ফোনের গুগল ফটোজের পরিবর্তে ‘গ্যালারি গো’ লাইট ভার্সন অ্যাপ হিসেবে কাজ করবে।
গ্যালারি গো ফাইলের সাইজ ১০ এমবি থেকেও কম। শুধু তাই নয় এটি ব্যবহারে ডেটা সাহশ্রয়ী এবং অফলাইনে মুডেও ব্যবহার করা যাবে। আর ১০ এমবির এই অ্যাপে মোটামুটি গুগল ফটোসের সব সুবিধাই পাবেন।
আর প্রতিদিন রাতের বেলায় গ্যালারি গো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ছবি এবং ভিডিও সাজিয়ে রাখবে। গ্যালারি গো তে ছবি রাখার জন্য ডিভাইস এবং এসডি কার্ড দুটি সেকশন রয়েছে।
এছাড়া এতে রয়েছে সরাসরি ছবি ইডিট করার ফিচার।
এর আগে ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে ফেসবুকে তাদের প্রয়োজনীয় অ্যাপ গুলোর লাইট ভার্সন রেখেছে। যেখানে মোটামুটি সব ফিচারই পাওয়া যাবে এবং ফোন স্লো হওয়ার সম্ভাবনাও কম থাকে।
প্রসঙ্গত, লাইট ভার্সন হচ্ছে একটি অ্যাপের আদলে তৈরি নির্দিষ্ট কিছু ফিচারের অ্যাপ। যার ফাইল সাইজ মেইন ফাইল থেকে কম হয়। ফলে লো কনফিগারেশনের ফোনে স্বাচ্ছন্দে ব্যবহার করা যায়।
সূত্র: জীসমোচীনা