এবারের অ্যাপল আসরে যা থাকছে

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাপল আসর (২০১৯), ছবি:সংগৃহীত

অ্যাপল আসর (২০১৯), ছবি:সংগৃহীত

অ্যাপলের তিন ক্যামেরা বিশিষ্ট আইফোন বাজারে আসার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলেছে। এবার সব জল্পনা কল্পনা কাটিয়ে আগামী ১০ সেপ্টেম্বরে আইফোন-১১ সহ অ্যাপলের বেশকিছু পণ্য উন্মোচন করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে অ্যাপলের ইভেন্ট মানে শুধু আইফোনই নয়, থাকে স্মার্টওয়াচ, এয়ারপড এবং নতুন নতুন ফিচারের ঘোষণা।

বিজ্ঞাপন

চলুন তাহলে জেনে নেই এবারের অ্যাপল আসরে আইফোন ছাড়াও নতুন কী কী থাকছে-

আইফোন-১১ প্রো ম্যাক্স

বিজ্ঞাপন

আইফোন এক্সএস এর নতুন সংস্করণ হিসেবে একে বলা হচ্ছে আইফোন-১১ প্রো ম্যাক্স। এর বিশেষ ফিচার হিসেবে পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী প্রসেসর।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/30/1567174413980.jpg

আইফোন-১১ প্রো

এই মডেলটি প্রো ম্যাক্সের ডিসপ্লের থেকে কিছুটা কম হবে। তবে বাকি সব ফিচার একই থাকবে।

আইফোন-১১

২০১৮ সালের আইফোনের বেসট সেলিং ফোন ছিল আইফোন এক্সআর। এবার এর নতুন সংস্করণ হিসেবে পাওয়া যাবে আইফোন-১১। যাতে এলসিডি ডিসপ্লের সঙ্গে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ।

অ্যাপেল ওয়াচ সিরিজ-৫

গুঞ্জন উঠেছে অ্যাপল ওয়াচ সিরিজ-৪’র নতুন সংস্করণ হিসেবে আপগ্রেটেড সিরিজ-৫ অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, টাইটানিয়াম এবং সিরামিক কেসে পাওয়া যাবে নতুন ওয়াচ সিরিজ। এছাড়া অ্যাপল ওয়াচে অপারেটিং সিস্টেম ‘ওয়াচওএস ৬’ ভার্সন ব্যবহার করা হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/30/1567174442000.jpg

আইওএস ১৩

নতুন আইফোনের চালিকা শক্তি সফটওয়্যারের দিক দিয়ে এতে ব্যবহর করা হয়েছে সর্বশেষ আইওএস ১৩ ভার্সন।

নতুন এয়ারপডস

অ্যাপলের এয়ারপডস অন্যান্য কোম্পানির ইয়ারবাডস থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এবার তারই ধারাবাহিকতায় নতুন এবং নয়েজ ক্যান্সেল প্রযুক্তির এয়ারপড অবমুক্ত করতে পারে।

সূত্র: গ্যাজেটস নাও