দেশের বাজারে নোভা ফাইভ-টি

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুয়াওয়ের ‘নোভা ফাইভটি’, ছবি: সংগৃহীত

হুয়াওয়ের ‘নোভা ফাইভটি’, ছবি: সংগৃহীত

হুয়াওয়ের নোভা সিরিজের ফ্ল্যাগশিপ ফোন নোভা ফাইভটি (৫টি) এখন দেশের বাজারে।

বুধবার (১১ সেপ্টেম্বর)  হুয়াওয়ের কার্যালয়ে ‘নোভা ফাইভটি’ মডেলের ডিভাইসটি অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

জায়ান্ট ডিসপ্লে

ডিভাইসটিতে ৬.২৬ ইঞ্চির টিএফটি এলসিডি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফুল এইচডিপ্লাস ডিসপ্লের রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল।

বিজ্ঞাপন

দ্রুত আনলক

প্রতিষ্ঠানটি দাবি করছে, তারা ফোনটিতে সবচেয়ে দ্রুতগতির ফিঙ্গারপ্রিন্ট আনলক বাটন রেখেছে। যা আনলক হবে মাত্র ০.৩ সেকেন্ডে।

ক্যামেরা

এর ক্যামেরা সেকশনে ১.৮ অ্যাপারচারের ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা রয়েছে। যার একটি ১৬ এবং দুটি দুই মেগাপিক্সেলের।
ব্রাইট আর হাই কোয়ালিটির সেলফি তোলার জন্য থাকছে ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

হার্ডওয়্যার/সফটওয়্যার

ফোনটির কার্যক্ষমতা বৃদ্ধি করতে রয়েছে শক্তিশালী কিরিন ৯৮০ অক্টা কোর প্রসেসর। সুপার ফাস্ট পারফরমেন্স নিশ্চিত করতে থাকছে ৮জিবি র‍্যাম আর বিল্ট ইন মেমোরিতে ১২৮ জিবি স্টোরেজ। ইএমইউআই ৯.১ বেজড অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি।

ব্যাটারি

ফাস্ট চার্জিং সুবিধাসহ ৩৭৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেবে দেড় ঘণ্টা।

আকর্ষণীয় কালার

ক্র্যাশ ব্লু, মিডসামার পার্পেল এবং ব্ল্যাক ভ্যারিয়েন্টে  পাওয়া যাবে ফোনটি।

বুধবার থেকেই প্রি-বুকিং শুরু হয়েছে। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ফোনটির বাজারমূল্য ৪৯ হাজার ৯৯৯ টাকা।