কম দামে আইফোন আনবে অ্যাপল

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইফোন এসই ২, ছবি: সংগ্রৃহীত

আইফোন এসই ২, ছবি: সংগ্রৃহীত

অ্যাপল আইফোনের সর্বাধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ডিজাইনের জন্য সবার পছন্দের তালিকায় থাকলেও উচ্চমূল্যের কারণে অনেকেই মুখ ফিরিয়ে নেয়। তবে অ্যাপল এবার সবধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে কম দামে আইফোন বাজারজাত করবে বলে জনা গেছে।

সম্প্রতি নতুন এক গবেষণা অনুযায়ী, অ্যাপলের বিশ্লেষক মিং চি কুয়ো ধারণা করছেন, ‘আইফোন এসই ২’ মডেলের আইফোনের বাজারমূল্য শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে। অর্থাৎ বাংলাদেশি ৩৩ হাজার ৮০০ টাকায় মিলবে শখের আইফোন।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, আগামী বছরেই প্রথম দিকেই কম দামের আইফোন বাজারে ছাড়বে অ্যাপল।

অ্যাপলের নতুন মডেলের এই ডিভাইসে অ্যাপলের দ্রুতগতির এ১৩ প্রসেসর ব্যবহৃত হবে। সেই সঙ্গে থাকছে ৩ জিবি র‍্যাম এবং ৬৪/১২৮ জিবি ডিফল্ট স্টোরেজ।

বিজ্ঞাপন

ডিজাইনের দিক দিয়ে আইফোন ৮ মডেলের মতোই হতে পারে নতুন ডিভাইসটি। ৪ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লেতে থ্রিডি টাচের বদলে থাকবে হ্যাপটিক টাচ। নতুন আইফোন এসই ২- স্পেস গ্রে, রেড ও সিলভার এই তিনটি রঙে পাওয়া যাবে।

সূত্র: দ্য ভার্জ