রবিশপে ২১৪৯ টাকায় নকিয়া ১১০

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শীর্ষস্থানীয় বহুজাতিক ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি নকিয়ার মোবাইল হ্যান্ডসেট ‘নকিয়া ১১০’ নিয়ে এসেছে দেশের শীর্ষ ই-কমার্স ব্র্যান্ড রবিশপ। গ্রামীণ জনগণের হ্যান্ডসেট চাহিদা পূরণে ই-কমার্স প্রোগ্রামের মাধ্যমে পণ্যটি আনা হয়। দীর্ঘ সময় ফোনে কথা বলতে হয় এমন গ্রাহকের জন্য এই ফোনে আছে বেশ কিছু ফিচার। কালো ও নীল রঙের হ্যান্ডসেটটি আগ্রহীরা সাশ্রয়ী দামে কিনতে পারবেন।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর গুলশানে রবি করপোরেট অফিসে হ্যান্ডসেটের এ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রবি’র চিফ ডিজিটাল সার্ভিসেস কর্মকর্তা শিহাব আহমেদ, এইচএমডি বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস (নকিয়া ব্র্যান্ডের লাইসেন্সপ্রাপ্ত ডিস্ট্রিবিউটর) ফারহান রশিদ এবং রবি ও এইচএমডি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সব ধরনের গ্রাহকের কথা ভেবে ফোনটির দাম রাখা হচ্ছে ২ হাজার ১৪৯ টাকা। হ্যান্ডসেটটি শুধু রবিশপ, ডিজিরেড ও রবি লিড ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে কেনা যাবে।