বাংলাদেশের বাজারে ‘ক্যাসপারস্কি২০২০’ সংস্করণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যাসপারস্কির নতুন সংস্করণের উন্মোচন করা হয়, ছবি: বার্তা২৪.কম

ক্যাসপারস্কির নতুন সংস্করণের উন্মোচন করা হয়, ছবি: বার্তা২৪.কম

হোম ইউজারদের জন্য বাংলাদেশের বাজারে সবচেয়ে হালনাগাদ প্রযুক্তিসম্পন্ন ‘ক্যাসপারস্কি২০২০’ সংস্করণ উন্মুক্ত করেছে সাইবার সিকিউরিটি জায়ান্ট ক্যাসপারস্কি।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে লা ভিন্সি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাসপারস্কির নতুন সংস্করণটির উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাসপারস্কির নতুন সংস্করণে ফাস্টার স্পিড, এনহান্সড সিকিউরিটি, সুপিরিয়র পারফরম্যান্স, ডার্ক মুড, সেফ কিউট এবং পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ক্যাসপারস্কির সাউথ এশিয়ার রিটেইল সেলস ম্যানেজার শিবস্ককর খাড়াদে বলেন, ‘ক্যাসপারস্কি সবসময় নতুন নতুন উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত সৃষ্ট নতুন ও অত্যাধুনিক থ্রেট মোকাবিলায় নেতৃত্ব প্রদানে বিশ্বাস করে। ক্যাসপারস্কি প্রতি বছর একবার করে সবগুলো পণ্যে প্রধান সংস্করণগুলো নতুন করে সংস্করণ বাজারে ছাড়ে। আমরা সব সময় বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করি। স্মার্ট টেকনোলজিকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের সাইবার নিরাপত্তায় একসঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই মুহূর্তে স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনায় সর্বমোট ৮০০ পার্টনারের মাধ্যমে বাংলাদেশে সেবা দিচ্ছে ক্যাসপারস্কি।’

বিজ্ঞাপন

স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএস মহিবুল হাসান বলেন, ‘নিরাপদ সাইবার বিশ্ব গড়তে ক্যাসপারস্কির সঙ্গে আমরা হাতে হাত রেখে কাজ করে যেতে চাই এবং বাংলাদেশে সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আমরা এক বছরের কিছু বেশি সময় ধরে ক্যাসপারস্কি পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছি।’

স্মার্ট টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার বিজনেসের হেড মিরসাদ হোসেন বলেন, ‘ক্যাসপারস্কি দীর্ঘদিন ধরেই সারা বিশ্বের সাইবার সিকিউরিটি জগতের শ্রেষ্ঠ ব্র্যান্ড হিসেবে নেতৃত্ব দিচ্ছে। প্রতিনিয়ত ইউজারদের সাইবার ঝুঁকি থেকে সুরক্ষা দিচ্ছে। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে এবং তাদের অভিজ্ঞতা ও পণ্য দিয়ে বাংলাদেশের বাজারে সেবা দিতে পেরে আমরা গর্বিত।’