সীমান্তে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত বাতিল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভারত সীমান্তবর্তী এক কিলোমিটারের মধ্যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (১ জানুয়ারি) নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে। এর আগে ২৯ ডিসেম্বর বিটিআরসি দেশের সীমান্ত এলাকার এক কিলোমিটারের মধ্যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে আরেক নির্দেশনায় বিটিআরসি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত বাতিল করে। বিটিআরসি এক চিঠিতে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটককে এ নির্দেশনা দেয়।

বন্ধের সীদ্ধান্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তা কার্যকর করে অপারেটরেরা। ওই সিদ্ধান্তের কারণে সীমান্তবর্তী ৩২টি জেলার প্রায় এক কোটি মানুষ বিপাকে পড়েন।

বিজ্ঞাপন